টিম ইন্ডিয়ার প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বুধবার করোনা ভ্যাকসিনের প্রথন ডোজ নিলেন। ৬২ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার দিল্ল♒ির ফর্টিস হসপিটাল হার্ট ইনস্টিটিউটে কার্ডিওলজিস্ট ডাক্তার অতুল মাথুরের তত্🐟ত্বাবধানে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।
গত অক্টোবরে বুকে ব্যা﷽থা নিয়ে এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। দিন দুয়েক পরেই হাসপাতাল থꦰেকে ছাড়া পান তিনি।
১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলে কপিল দেবের অন্যতম দুই সতীর্থ মদন লাল ও রবি শাস্ত্রীও করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। মদন লাল ও শাস্ত্রী মঙ্গলবার প্রথম ডোজ নিয়েছেন। টিম ইন্ডিয়ার হেড কোচ শাস্ত❀্রী করোনা টিকা নেন আমদাবাদের অ্যাপোলো হাসপাতালে।
কপিল দেব জাতীয় দলের হয়ে ১৩১টি টেস্ট ও ২২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৮টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতরান-সহ ৫২৪৮ রান সংগ্রহ করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৪৩৪টি। ওয়ান ডে ক্রিকেটে ১টি শতরান ও ১৪টি অর্ধশতরান-সহ ৩৭৮৩ রান রয়েছে কপ♕িলের ঝুলিতে। সীমিত ওভারের ক্রিকেটে তারকা অল-রাউন্ডার নিয়েছেন ২৫৩টি উইকেট।
সবমিলিয়ে ২৭৫টি ফার্স্ট ক🍸্লাস ম্যাচে ১১৩৫৬ রান করা ছাড়াও কপিল দেব ৮৩৫টি উইকে꧙ট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।