তিন দলের অভিনব ক্রিকেট ম্যাচ। অর্থাৎ, একই ম্যাচে মাঠে নামছে তিনটি দল। টেস্ট, ওয়ান ডে, টি-২০ ও টি-১০'এর পর দক্ষিণ আফ্রিক𒁃া ক্রিকেট বোর্ডের নতুন থ্রি-টিমস ম্যাচ দিয়ে শুরু হল ক্রিকেটের নতুন ফর্ম্যাট। উল্লেখযোগ্য বিষয় হল দীর্ঘদিন পর এই ম্যাচে মাঠে ফিরছেন এবি ডি'ভিলিয়র্স। দেখে নেওয়া যাক ম্যাচের নিয়মাবলি।
কত জনের দল- প্রতি দলে মোট ৮ জন করে ক্রিকেটার খেলতে পারে🌠ন♋। মাঠে থাকবে দু'টি দল।
কত ওভারের খেলা:- দুটি অর্ধে ১৮-১৮, মোট ৩৬ ওভারের খেলা হবে। একটি অর্ধকে ৬ ওভারের তিনটি পর্বে ভাগ করা হবে।🌠 অর্থাৎ, প্রথমার্ধে তিনটি দল পর্যায়ক্রমে ৬ ওভার করে ব্যাট করবে। যারা বেশি রান করবে সেই নিরিখে দ্বিতীয়ার্ধে আবার তিনটি দল ব্যাট করবে ৬ ওভার করে। এভাবে প্রতিটি দল দু'টি অর্ধে মোট ১২ ওভার 𓃲করে ব্যাট করবে।
কীভাবে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন:- ম্যাচে সার্বিকভাবে যে দল সবথেকে বেশি রান করবে, তারা জিতবে গোল্ড। দ্বিতীয় দল জিতবে সিলভার এ𒁃বং তৃতীয় দলকে দেওয়া হবে ব্রোঞ্জ পদক। গোল্ডের জন্য দু'টি দল সমান রান করলে সুপার ওভার খেলা হবে। তিনটি দল একই রান করলে তিনজনেই সোনা জিতবে। রুপোর জন্য দু'টি দলের স্কোর একই হলে তারা য♚ুগ্মভাবে সিলভার জয়ী হবে।
কোন তিনটি দল খেলছে:-ౠ এবি ডি'ভিলিয়র্সের ঈগলস, কুইন্টন ডি'ককের কাইটস ও রীজা হেনড্রিক্সের কিংফিশার।
কীভাবে খেলা হবে:- প্রথম ৬ ওভারে ১ নম্বর দল ব্যাট করলে ৩ নম্বর দল বল করবে। পরের ৬ ওভারে ২ নম্বর দল ব্যাট করবে ও ১ নম্বর দল বল করবে। প্রথমার্ধের শেষ ৬ ওভারে ৩ নম্বর দল ব্যাট করবে ও ২ নম্বর দল বল করবে। যারা বে꧙শি রান করবে, সেই নিরিখে নির্ধারিত হবে দ্বিতীয়ার্ধের ১, ২ ও ৩ নম্বর দল।
প্রথমার্ধের রানের নিরিখে নির্ধারিত ১, ২ ও ৩ নম্বর দল দ্বিতীয়ার্ধে একই রকমভাবে পর্যায়ক্রমে ৬ ওভার করে ব্যাট করবে।অর্থাৎ, প্রথমার্ধে পর্যায়ক্রমে ব্যাট করবে ১, ২ ও ৩ নম্বর দল। পর্যায়ক্রমে বল করবে ৩, ১ ও ২ নম্বর দল। দ্🥃বিতীয়ার্ধেও তাই।
অন্যান্য নিয়ম:- একজন বোলার ম্যাচে সর্বাধিক ৩ ওভার বল করতে পারবেন। দুই অর্ধ মিলিয়ে যদ🌳ি ৭ উইকেট পড়ে যায় তবে দল অল-আউট না হয়ে অষ্টম ব্যাটসম্যান একাই খেলা চালিয়ে যাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।