ট্রেলারেই ইঙ্গিত মিলেছিল, পিকচার হিট হতে চলেছে। তবে এমন সুপারহিট ব্যাটিং উপহার দেবেন মুম্বইয়ের তিন তারকা, সেটা বোঝা যায়নি শুরুত🌜ে।
ধারে ও ভারে উত্তর-পূর্বাঞ্চল যে তারকাখচিত পশ্চিমাঞ্চলের থেকে অনেক পিছিয়ে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। তবে দলীপ ট্রফির মঞ্চে দুর্বল উত্তর-পূর্বাওঞ্চলকে নিতান্ত চুনোপুঁটির পর্যায়ে নামিয়ে আনেন পৃথ্বী শ, যশস্বী জসওয়াল ও অজিঙ্কা রাহানে।
ম্যাচের দ্বিতীয় দিনের শেষে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে সেঞ্চুরি করেও আউট হওয়ার জন্য হাত কামড়াতে পারেন পৃথ্বী শ। কেননা অপর ওপেনার যশস্বীর পাশাপা🎃শি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন তিন নম্বরে ব্যাট করতে নামা অজিঙ্কা🌳 রাহানেও।
প্রথম দিনের বিনা✃ উইকেটে ১১৬ রানের পর থেকে খেলতে নেমে পশ্চিমাঞ্চল দ্বিতীয় দিনের খেলা শেষ করে ২ উইকেটে ৫৯০ রান তুলে। পৃথ্বী শ ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২১ বলে ১১৩ রান করে আউট🔯 হন। যশস্বী সাজঘরে ফেরেন ২২৮ রানের অনবদ্য ইনিংস খেলে। ৩২১ বলের ইনিংসে তিনি ২২টি চার ও ৩টি ছক্কা মারেন।
দিনের শেষে রাহানে নট-আউট রয়েছেন ২০৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে। ২৬৪ বলের ইনিংসে তিনি ১৮টি চার ও ৬টি ছক্কা 🐬মেরেছেন। তাঁর সঙ্গে নট-আউট রয়েছেন রাহুল ত্রিপাঠী। তিনি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। উত্তর-পূর্বাঞ্চলের হয়ে ১টি করে উইকেট নেন অঙ্কুর মালিক ও রঙ্গসেন জোনাথন।
পশ্চিমাঞ্চলের প্রথম একাদশ: পৃথ্বী শ, যশস্বী জসওয়♑াল, অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), হেত প্যাটেল (উইকেটকিপার), হার্দিক তামোরে, রাহুল ত্রিপাঠী, শামস মুলানি, চিরাগ জানি, জয়দীব উনাদকাট, চিন্তন গাজা ও অতীত শেঠ।
উত্তর-পূর্বাঞ্চলের প্রথম একাদশ: হকাইতো ঝিমোমি (ক্যাপ্টেন), রঙ্গসেন জোনাথন, আশিস 𝄹থাপা (উইকেটকিপার), বিশ্বরজিৎ কনথৌজাম, দীপ্পু সাংমা, তেচি দরিয়া, কিষাণ লিংডো, আল বসিদ মহম্মদ, এল কিষাণ সিংহ, অঙ্কুর মালিক ও রে🎉ক্স রাজকুমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।