শুভব্রত মুখার্জি
ইতালির তুরিনে নিজের কেরিয়ারের দ্বিতীয় এটিপি ফাইনাল জিতলেন আলেকজান্ডার মেদভেদেভ। ফাইনালে অলিম্পিক্সে সোনা জয়ী হারালেন বিশ্ব ক্রমতালিকায় দু'নম্বরে থাকা দানিল মেদভেদেভকে। খেলার ফল জেরেভℱের পক্ষে ৬-৪,৬-৪।
নিজের 'নেমেসিস' মেদভেদেভ হারিয়ে রবিবার তুরিনে শেষ হাসি হেসেছেন জেরেভಞ। মেদভেদেভ বিরুদ্ধে পরপর ৫টি ম্যাচে হারের পরে তিনি জয়ের মুখ দেখলেন। এই বছর ছ'টি ফাইনালে খেলে ছ'টিতেই জিতেছেন ডেভেরেভ। যার মধ্যে র💜য়েছে টোকিওতে সোনা জয়।
উল্লেখ্য, সেমিফাইনালে তিনি বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন। ফাইনালে জেরেভের এতটাই আধিপত্য ছিল যে তাকে একটি ও ব্রেক পয়েন্টের মুখোমুখি হতে হয়নি। বিশ্ব লন টেনিসের ইতিহাসে তিনি চতুর্থ ক♌্রীড়াবিদ যিনি সেমিফাইনা๊লে এবং ফাইনালে বিশ্ব ক্রমতালিকায় এক ও দু নম্বরে থাকা ক্রীড়াবিদকে হারিয়ে শিরোপা জিততে সমর্থ হলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।