বিদেশী টি-টোয়েন্টি লিগে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ন্ত্রণ করার জন্য বিসিসিআই ব্যবস্থা নিতে চলেছে। অ্যাপেক্স কাউন্সিলের শুক্রবারের বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হয়। প🔜্লেয়াররা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য আগেভাগে অবসর নিয়ে ফেলছেন, সেটা বন্ধ করতে চাইছে বিসিসিআই।
বিসিসিআই সচিব জয় ಞশাহ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা প্লেয়ারদের সময়ের আগে অবসরের প্রবণতা বন্ধ করার জন্য একটি নিয়ম তৈরি করব।’
বর্তমানে ভারতীয়রা প্লেয়াররা, যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন, তাঁরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন। কিন্তু দ্রুত অবসর নেওয়া খেলোয়াড়দের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁরা আইপিএলেও অংশ নেন না। বরং বিদেশী টি-টোয়েন্টি লিগে খেলতে 🔥আগ্রহী তাঁরা। যেটা বিসিসিআই কর্মকর্তাদের চিন্তা বাড়াচ্ছে।
আর꧙ও পড়ুন: WTC ফাইনালে কেন অশ্বিন বাদ, রোহিতের জবাবদিহি চাইতে পারেন আগরকার- দাবি🅺 ভারতের প্রাক্তনীর
পাঠান ভাই- ইরফান এবং ইউসুফ, পার্থিব প্যাটেল, এস শ্রীসন্থ এবং স্টুয়ার্ট বিনিরা জিম আফ্রো টি-টেন লিগ খেলবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক🦋্রিকেটে অংশ নেওয়ার কথা ছিল অম⛎্বাতি রায়ডুর। রবিন উত্থাপ্পা এবং ইউসুফ পাঠান বছরের শুরুতে আইএলটি-টোয়েন্টিকে অংশ নিয়েছিলেন।
এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই হয়তো তাঁদের প্রাইম পেরিয়ে গিয়েছেন। কিন্তু যে কোনও ভারতীয় উপস্থিতি প্রতܫিযোগী লিগগুলোকে স্পনসরদের আকৃষ্ট করতে সাহায্য করে। সেটাই বিসিসিআই এড়াতে চাইছে। যদিও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে যুক্তি হল প্রতিভা-নিষ্কাশন রোধ করার জন্য এটি একটি দূরদর্শী ধারণা। নাম প্রকাশ না করার শর্তে একজন খেলোয়াড় বলেছেন, ‘অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা চুক্তিবদ্ধ না হওয়ায়, তাদের জোর করে আটকে রাখাটা এত সোজা নয়।’
এ বিষয়ে আইনি মতামত চাওয়া হবে বলে জানা গিয়েছে। বিসিসিআই এমন কী অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) চ𒁃াইতেও বলতে পারে, যার নির্দেশিকা এখনও নির্ধারণ করা হয়নি।
আরও পড়ুন: প্রথম টেস্টের 🀅জন্য ১৩ জনের স্কোয়াড ঘোষণা উইন্ডিজের, ফিরলেন কর্নওয়াল, আছে ২ নতুন মুখ
তবে বিসিসিআই ইতিমধ্যে জানিয়েছে, অবসরের এক বছরের মধ্যে কোনও প্লেয়ার বিদেশি লিগে অংশ নিতে পারবেন না। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে পারবেন না অম্বাতꦡি রায়ডু। যদিও ব্যক্তিগ💜ত কারণের কথা উল্লেখ করেছেন রায়াডু।
১৪ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে মেজর ক্রিকেট লিগের প্রথম আসর শুরু হচ্ছে। এই লিগের প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংস এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের মধ💜্যে খেলা হবে। এই লিগ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে টেক্সাস সুপার কিংস। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই লিগ থেকে সরে দাঁড়িয়েছেন দলের তারকা খেলোয়াড় অম্বাতি রায়াডু। তবে মনে করা হচ্ছে, বিসিসিআই-এর নতুন নিয়মের কারণে রায়াডু এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে অবশ্য এখনও কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।