একাধিক সমস্যাဣয় জেরবার শ্রীলঙ্কান ক্রিকেট। মাঠে ব্যর্থতা, মাঠের বাইরে আর্থিক সমস্যার পাশাপাশি বার্ষিক চুক্তি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে মতবিরোধ অব্যাহত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। একাধিক সমস্যায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের আচরণে ক্ষুব্ধ ক্রিকেট কꦜমিটির সভাপতি অরবিন্দ ডি'সিলভা।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই মিলেছে লজ্জাজনক হার। শাক♏িব আল হাসানদের বিরুদ্ধে আন্ডারপারফর্মিং লঙ্কা দল চুনকামের মুখে দাঁড়িয়ে। এরই মধ্যে বার্ষিক চুক্তিতে কোনরকম গ্রেডের ইঙ্গিত না থাকায় চুক্তিপত্রে স্ಌবাক্ষর করবেন না বলে জানিয়ে দিয়েছেন দিয়েছেন কুশল মেন্ডিসরা। মেন্ডিসদের আচরণে ক্ষুব্ধ ডি'সিলভা ক্রিকেটারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন।
dailynews.lk-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবার আগে ওদের প্রয়োজন মাঠে নেমে ইতিবাচক ক্রিকেট খেলে ম্যাচ জিততে শুরু করা। মাঠে ওদের ভাল♏ পারফর্ম্যান্স আমাদেরও বাকি দেশগুলির ন্যায় ওদের আরও সুযোগ সুব✱িধা করে দিতে উদ্বুদ্ধ করবে।’
চুক্তির বিষয়ে কথা বলতে গিয়েও ডি'সিলভা জানান সঠিক মূল্যায়ণ করতে বোর্ড একদম ঠিকঠাক চুক্তিই ক্রিকেটারদের সামনে পেশ করেছে। ‘পারফর্ম্যান্সের ভিত্তিতে ক্রিকেটারদের আগের থেকে অনেক বেশি বোনাস দেওয়ার অঙ্গীকার করেছে কমিটি, যা আমার মতে এꦉকদম সঠিক সিদ্ধান্ত। ভালভাবে আলাপ আলোচনার পরই আগের থেকে দলের পারফর্ম্যান্সের ভিত্তিতে প্রায় তিনগুন অধিক বোনাস বোনাস দেওয়া হচ্ছে এই চুক্তিতে।’ দাবি ডি'সিলভার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।