ক্রিকেটিং জীবনে সবসময়ই ফ্রন্টফুটে ব্যাটিং করে এসেছেন বীরেন্দ্র 🌳সেহওয়াগ। লুজ বল পেলেই ছক্কা হাঁকাতে দ্বিধা করতেন না তিনি। কমেন্টেটর হিসাবেও সেই স্বভাবটি ছাড়েননি নজফগড়ের নবাব। পাকিস্তানের কাছে হারের পর ভারতের এশিয়া কাপ জেতার সম্ভাবনা যে অনেকটাই কমে গিয়েছে সেটা সাফ বলে দিলেন বীরু।
তিনি ক্রিকবাজকে বলেছেন যে ভারত তো আরেকটা হারলেই আউট হয়ে যাবে। পাকিস্তানের অনেকটা বেশি সুবিধা কারণ তাদের আর একটা জিতলেই চলে যাবে। ভারতকে সেখানে দুটিই জিততে হবে তাই চাপ রোহিতদের ওপর বেশি থাকবে বলে তাঁর অভিমত। পাকিস্তান যে কার্যত ফাইনাল🌄ে চলেই গিয়েছে, সেটা বলে দিলেন সেহওয়াগ। শুধু তাই নয় এই বছরটা পাকিস্তানেরই হওয়ার সম্ভাবনা বেশি বলে তিনি মনে করেন।
শেষ বার পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে খেলেছিল ২০১৪ সালে, যেখানে ꧙শ্রীলঙ্কার কাছে তারা পরাস্ত হয়। সব মিলিয়ে মাত্র দুইবার এশিয়া কাপ জিতেছে পাকিস্তান। সেখানে শ্রীলঙ্কা পাঁচ ও ভারত সাত বার ট্রফি পেয়েছে। তাই স্বাভাবিক ভাবেই পাকিস্তান এই বার জ⛄িততে মরিয়া হবে এই গ্যাপটি কমানোর জন্য।
তবে সেহওয়াগ দাবি করলেও, অঙ্কের বিচারে মঙ্গলবার হারলেও ফাইনালে যেতে পারে ভারত। সেখানে অবশ্য আর নিজেদের ওপর কিছু থাকবে না। বিভিন্ন ম্যাচের ফল তাদের পক্ষে গেলেই ফাইনালে যাওয়া সম্ভব। তবে সেই ঝুঁকি নিশ্চিত ভাবেই নিতে চাইবেন না রোহ🍎িত শর্মারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করতে চাইবেন। তবে বীরুর কথা যদি মেলে, সত্যিই যদি শাহিনকেই ছাড়া এশিয়া কাপ জেতেন বাবররা, তাহলে বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।