শেষ রক্ষা হল না। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল মেরি কমকে। তবে মেরি না পারলেও, ভার♔তকে সোনা এনে দিলেন পুজা রানি। মেয়েদের ৭৫ কেজি বিভাগে সোনা পেলেন পুজা রানি। এ দিকে ৫১ কেজি বিভাগে ফাইনালে হারলেন মেরি কম।
পুজা 🌸রানির হাত ধরেই এ বছরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথম 𓄧সোনা পেল ভারত। রবিবার ফাইনালে পুজা উজবেকিস্তানের মভলুদা মভলোনোভাকে ৫-০ হারালেন। শুরু থেকেই পুজার সঙ্গে এঁটে উঠতে পারেননি মভলুদা। নিজের দাপটেই সোনার জয় পেলেন পুজা রানি। এই বিভাগে গত বারও সোনা জিতেছিলেন পুজা। সেই ধারাই এই বছর বজায় রাখতে পেরে উচ্ছ্বসিত পুজা রানি।
মেরি কম অবশ্য লড়াই করেই হারলেন। ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ২-৩ হারলেন দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন কাজাখস্তানের নাজিম কাইজাইবের কাছে। ৩৮ বছরের মেরি কিন্তু সহজে হাল ছাড়েননি। শেষ পর্যন্ত অবশ্য লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি। তবে তিন বা🎃চ্চার মা মেরি এখনও যে ভাবে এই বয়সে পৌঁছেও নিজের ফিটনেস ধরে রেখেছেন, সেটাকেই তাঁর ভক্তরা কুর্নিশ জানাচ্ছেন। মেরি ౠছাড়াও ৮১ কেজি বিভাগে রূপো জিতেছেন মিলানা স্যাফরোনোভা অনুপমা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।