শুভব্রত মুখার্জি: আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের কুস্তির ট্রাꦿয়ালেই ঘটে গেল অঘটন। টোকিয়ো অলিম্পিকে রুপোজয়ী কুস্তিগীর রবি দাহিয়া হেরে গেলেন ট্রায়ালেই। ফলে এশিয়ান গেমসে আর খেলা হবে না রবি দাহিয়ার। অখ্যাত অতীশ টোডকারের কাছে হেরে গেলেন তিনি। ভারতীয় কুস্তির সম্বন্ধে যাঁ💛রা ওয়াকিবহাল, তাঁরা ভালোভাবেই জানেন যে রবি দাহিয়ার কাছ থেকে দুটো পয়েন্ট ছিনিয়ে নেওয়া কতটা কঠিন। তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত ভারতীয় কুস্তিগিররা 'বাই ফল' পদ্ধতিতে কোনও পয়েন্ট জিততে পারেননি। সেই তিনিই হেরে গেলেন ট্রায়ালে। যা বিশেষজ্ঞদের বেশ বিস্মিত করেছে।
পুরুষদের ৫৭ কেজি বিভাগের ট্রায়ালে হেরে গেলেন রবি দাহিয়া। তাঁকে হারিয়ে দিয়েছেন অতীশ টোডকার। তাঁর ডান পায়ের হাঁটুতে একাধিক চোটের কারণে দীর্ঘদিন কুস্তির রিঙের বাইরে ছিলেন রবি দাহিয়া। চোট সারিয়ে ফিরে আসেন তিনি। আর এসেই তাঁকে হারতে হল অতীশের কাছে। মহারাষ্ট্রের ছেলে অতীশ খুব ভালো খেলেছেন। বারবার ভেঙে দিয়েছেন রবি দাহিয়ার ডিফেন্সকে। এমনকী দাহিয়ার বিরুদ্ধে বিরল 'পিন' পয়েন্টও তুলে নেন তিনি। 'পিন' পয়েন্ট🤪 হল, যখন একজন কুস্তিগির অপরজন কুস্তিগিরকে ম্যাটে ফেলে এমনভাবে চেপে ধরে 'লক' করে দেন, তখন আর তাঁর কিছুই করার থাকে না।
টোডকার ম্যাচে ২০-৮ ফলে এগিয়ে ছিলেন। সেই সময়েই তিনি দাহিয়ার কাঁধকে ম্যাটের সঙ্গে এমনভাবে চেপে ধরেন যে দাহিয়ার আর কিছু করার ছিল না। ম্যাচে অতীশ একাধিক 'ফেক মুভ' করে ধোঁকা দেন দাহিয়াকে। ম্যাটে তাঁর মুভমেন্টও ছিল খুব ভালো। যথেষ্ট দ্রুত অতীশ মুভ করার ফলে সমস্যায় পড়েছিলেন দাহিয়া। দাহিয়ার 'টেক ডাউন' মুভগুলোও অতীশ দ্রুতগতিতে তাঁর বগলের তলা দিয়ে গলে দিয়ে ফাঁকি দেন। দাহিয়া এই বছরে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতায় অংশ নেননি।ꦿ তিনি চোট থেকে সেরে ওঠার লড়াই চালাচ্ছিলেন। তাঁর ডান হাঁটুতে ডাক্তারি পরিভাষায় এসিএল এবং এমসিএল চোট ছিল। সেই চোট সারিয়ে উঠে তিনি এশিয়ান গেমসের ট্রায়ালেই প্রথম অংশ নেন। যদিও এদিন তাঁর পুরনো ফর্মের ধারে কাছে না থাকার সুযোগ নিয়ে সহজেই হারিয়ে দেন অতীশ টোডকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।