সতীর্থ নন্দিনী আগাসারা তাঁর ইভেন্টেই ব্রোঞ্জ জেতার পর চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিতর্ক জড়িয়েছেন স্বপ্না বর্মণ। তবে বিতর্ক জোরদার হ♎তেই, বিপাকে পড়ে সেই টুইট স্বপ্না পরে মুছেও ফেলেন। কিন্তু তাতেও রক্ষা পাচ্ছেন না স্বপ্না। তাঁর এই কাণ্ড নজর এড়ায়নি ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্তাদের। ত🌸াঁরা রীতিমতো ক্ষুব্ধ। ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা স্বপ্নার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, ভারতে পৌঁছানোর পর স্বপ্না তাঁর আচরণের ব্যাখ্যা দিতে হবে।
আসলে হেপ্টাথলন ফাইনালে একটা সময় পর্যন্ত নন্দিনীর থেকে এগিয়ে ছিলেন স্বপ্না। কিন্তু শেষ ইভেন্টে এক নম্বরে শেষ করেন নন্দিনী। ফলে স্ཧবপ্নাকে টপকে ব্রোঞ্জ জিতে যান তেলেঙ্গানার অ্যাথলিট। স্বপ্না প্রত্যাশা মতো পারফরম্যান্সও করতে পারেননি। শেষ পর্যন্ত নন্দিনীর পয়েন্ট ছিল ৫৭১২। চার পয়েন্ট কম পান স্বপ্না। তিনি ৫৭০৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেন।
এর পরেই স্বপ্না ক্ষুব্ধ হয়ে একটি টুইট করেন। যেখানে লেখা ছিল, ‘আমি এক জন ট্রান্সজেন্ড💧ার মহিলার কাছে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক 🎀হেরেছি। অ্যাথলেটিক্সের নিয়ম ভাঙা হয়েছে। তাই আমি আমার পদক চাই। দয়া করে আমাকে সবাই সমর্থন করুন।’ এই টুইট করার কয়ের ঘণ্টার মধ্যেই অবশ্য স্বপ্না তা মুছে দেন। কিন্তু ততক্ষণে বিতর্ক যা তৈরি হওয়ার হয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে, স্বপ্নার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া।
জানা গিয়েছে, দেশে ফিরলে স্বপ্নার কাছে তাঁর পোস্টের ব্যাখ্যা তলব করতে পারে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। জবাব যদি সন্তোষজনক না হয়, তবে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হতে পারে। সূত্রের খবর, স্বপ্নার বিষয়টি একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না এএফআই-এর কর্তারা। এমনকী এউ বিষয়টি ক্রীড়ামন্ত্রকের দ🦩ৃষ্টিও এড়ায়নি। ফলে বিষয়টি স্বপ্না বিরুদ্ধে আরও জটিল পরিস্থিতি তৈরি করেছে। দেশের ক্রীড়া মন্ত্রকের তরফেও নাকি ফেডারেশনের কাছে জবাব তলব করা হতে পারে।
নন্দিনীও এই বিষয়টি নিয়ে ক্ষোভ চেপে রাখেননি। স্বপ্নার এই দা༺বির বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি ক্ষোভ উগরে বলেছেন, ‘এটা দেশের ভাবমূর্তির জন্য একেবারেই ভালো বিষয় নয়। একজন ভারতীয় তার সতীর্থকে ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে অভিযুক্ত করছেন। তার কৃতিত্বের প্রশংসা না করে, তিনি ভিত্তিহীন অভিযোগ করছেন। স্বপ্নাকে তাঁর আচরণ ব্যাখ্যা করতে হবে।’ সঙ্গে তেলেঙ্গানার অ্যাথলিট আরও যোগ করেছেন, ‘আমি বুঝতে পারছি না ওর (স্বপ্না) সমস্যা কি? কেন ও আগে এই অভিযোগ করেনি? আমার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের পর যখন আমি ব্রোঞ্জ জিতলাম, তখনই ও এই ট্রান্সজেন্ডার বিষয়টি টেনে এনেছে। এই বিষয়টি একেবারেই অন্যায্য। আমার পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন করার জন্য, আমি সরকার এবং আমার ফেডারেশনকে ধন্যবাদ জানাই।’
টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে, স্বপ্না বলেছিলেন, ‘আমি ১৩ বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছি এবং আমি জꦰানি যে, আজ যেখানে আছি, সেখানে পৌঁছতে কতটা পরিশ্রম করতে হয়। মাত্র চার মাস আগে প্রশিক্ষণ শুরু করে নন্দিনী। কী ভাবে ও একটি পদক জিততে পারে, তাও এশিয়ান গেমসের স্তরে? আমি ওর লিঙ্গ নিয়ে সন্দেহ প্রকাশ করছি এ𓄧বং চাই, ফেডারেশন বিষয়টি খতিয়ে দেখুক।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।