এশিয়ান গেমসের সেমি ফাইনালে হার ভারতীয় মহিলা দলের। চিনের বি𒐪রুদ্ধে ৪-০ গোলে হারল ভারত। বিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না ভারতের মেয়েরা। সোনা জয়ের স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন চিনের মেয়েরা। ভারতকে তারা কোনও রকম সুযোগই দেয়নি। ফলে একতরফা ভাবে হারতে হল টিম ইন্ডিয়াকে।
এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ভাবে খেলতে থাকে চিন। ফলে ভারত সেই ভাবে কোনও সুযোগ পায়নি। ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল 💞হজম করে ভারত। ২৫ মিনিটের মাথায় গোল করেন জং জাইকি। শুরু হয় চিনের দাপট। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় তারা। যদিও কোনও ভাবে ভারত ম্যাচে ফিরতে পারেনি। ১ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টাꦅর শেষ করে চিন।
দ্বিতীয় কোয়ার্টারে ভারতে আরও কোনও রকম সুযোগই দেয়নি চিন। কার্যত ল্যাজে গোবরে করে দেয় তারা। ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে চিন। এবার পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান জউ মেইরং। দুই গোল হজম করে বেশ ব্যাকফুটে চলে যায় ভারতীয় মেয়েরা। কিন্তু কোনও ভাবেই ম্যাচে তারা ফিরতে পারেনি। সোনার লড়াই থেকে ক্রমেই তারা দূরে চলে যেতে থাকে। একটা সময় পর্যন্ত এও মনে হয়েছিল, অনেক বড𒁏় ব্যবধানে হারতে হবꦍে উইমেন্স ইন ব্লুকে। কিন্তু তা না হলেও একটি মাত্র গোলও তারা করতে পারেনি।
ভারত একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। প্রতিপক্ষ চিনের দাপটের কাছে ব্যাকফুটে হাঁটতে হয়। যদিও এই ম্যাচে গোলের সুযোগ পয়েছে। কিন্তু নিজেদের ব্যর্থতায় হারতে হয়েছে। ৫৫ মিনিটের মাথায় ফের গোল করে চ𒊎িন। এবার গোল করেন ফ্লাঙ্ক লিয়াং মেইউ। আর তাতেই ভারতের হার নিশ্চিত হয়ে যায়। এখানেই থেমে থাকেনি চিন। ৬০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন গু বিনফেন। যদিও এই গোল হওয়ার আগে ভারত রিভিউ নেয়। কিন্তু সেই রিভিউ বিপক্ষেই যায় ভারতের। ৪-০ গোলে শেষ হয় এই ম্যাচ।
ভারতে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চিন। এবার তারা সোনার জন্য মাঠে নামবে। অন্যদ💙িকে ভারত এই ম্যাচ হারায় ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবে তারা। কোরিয়া এবং জাপানের মধ্যে যে দল হারবে তাদের বিরুদ্ধেই ব্রোঞ্জের জন্য খে꧋লতে নামবে ভারতীয় মহিলা হকি দল। তবে এটা ঠিক হকিতে ভারতীয় মহিলা দলের সোনা জয় আর হল না। এবার তাদের টার্গেট ব্রোঞ্জ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।