এই চার্টের জন্যই অপেক্ষা করেছিল টিভির বাংলা সিরিয়ালের দর্শকদের একাংশ। কারণ টিআরপি টপার ধারাবাহিক নিম ফুলের মধু-র স্লট হঠাৎই পরিবর্তন করা হয়। আর তা দিয়ে দেওয়া হয় পরিꦓণীতাকে। লিড হিসাবে ফের ফিরেছেন উদয় প্রতাপ সিং। বিপরীতে ঈশানি। রুবেল আর পল্লবীর ফেলে যাওয়া জায়গায় দখল নিতে আদৌ কি পারবেন উদয়-ঈশানি, এই প্রশ্নই ছিল সকলের মনে। দেখা গেল, মন্দ ফল হয়নি। শুরুর সপ্তাহেই এই মেগা টিআরপি তালিকায় ৩ নম্বর স্থানে। প্রাপ্ত রেটিং ৬.৭।
চলতি সপ্তাহে টপারের জায়গা নিয়েছে ফুলকি আর জগদ্ধাত্রী। নিঃসন্দেহে জি বাংলার সেরা মেগে এখন এই দুটোই। প্রাপ্ত রেটিং ৭.১। বলে রাখা ভালো, প্রায় ৩ বছর ধরে চলছে জগদ্ধাত্রী। এখনও নতুন নতু মোড় এনে দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম গোটা টিম। যেখানে ৩-৪ মাসে সিরিয়াল বন্ধ হচ্ছ♏ে, সেখানে এতদিন ধরে এত সফলভাবে চলা আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। দ্বিতীয় স্থান আবার জলসার দুটি সিরিয়ালের দখলে, তা হল কথা ও গীতা এলএলবি। এই দুটোর প্রাপ্ত রেটিং ৭.০।
দেখা গেল নতুন স্লটে এসে নিম ফুলের মধু চলে গিয়েছে সাত নম্বরে। তবে স্লট হাতছাড়া হতে দেয়নি। সন্ধে ৬টায় সম্প্রচার হওয়া ধারাবাহিক দুটি (তেঁতুলপাতা, নিম ফুলের মধু) একই রেটিং পেয়েছে। চার নম্বরে রয়েಌছে কোন গোপনে মন ভেসেছে (৬.৬)। আর পাঁচ নম্বরে উড়𓃲ান ও রাঙামতি তীরন্দাজ (৬.৪)।
চলুন দেখে নেওয়া যাক টিআরপি-তে সেরা দশে থাকা বাংলা সিরিয়ালের তালিকা-
প্রথম: ফুলকি, জগদ্ধাত্রী (৭.১)
দ্বিতীয়: কথা, গীতা এলএলবি (৭.০)
তৃতীয়: পরিণীতা (৬.৭)
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (৬.৬)
পঞ্চম: উড়ান, রাঙামতি তীরন্দাজ (৬.৪)
ষষ্ঠ: আনন্দী (৬.১)
সপ্তম: তেঁতুলপাতা, নিম ফুলের মধু (৫.৬)
অষ্টম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ,🧔 অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হ𝔉োটেল(15min) (৫.৫)
নবম: রোশনাই (৫.৪)
দশম: শুভ বিবাহ (৫.৩)
দেখা যাচ্ছে, নন ফিকশনের দর্শক কিন্তু বেশ কমছে। দিদি নম্বর ১ সানডে ফিকশন এই সপ্তাহে রেটিং পেয়েছে মাত্র ৪.৫। সেই জায়গায় জলসার ফিওকশনের রেটিং উঠল ৫.৬। যদিও গানের রিয়েলিটি শো সারেগামাপা-র হাল একটু হলেও ভালো। প্রাপ্ত নম্বর ৪.৭। রবিব🍃ারে স্টার জলসায় ওই সময়ে সম্প্রচারিত নন ফিকশন শোগুলির রেটিং ৪.০।