এশিয়ান গেমসের টেবিল টেনিস থেকে ভারতের পদক নিশ্চিಌত করলেন দুই বঙ্গতনয়া। তাও বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে। উইমেন্স ডাবলসের কোয়ার্টার ফাইনালে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেন নৈহাটির দুই মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়।
শেষ আটের লড়াইয়ে সুতীর্থা-ঐহিকা জ🎶ুটি ৩-১ গেমে হারিয়ে দেন চিনের মেং চেং ও য়িদি ওয়াং জুটিকে। সেই সুবাদে সোমিফাইনালে উঠে অন্ততপক্ষে ব্রোঞ্জপদক নিশ্চিত🔯 করেন দুই ভারতীয় তারকা।
সুতীর্থা-ঐহিকা প্রথম গেম জেতেন ১১-৫ ব্যবধানে। তাঁরা দ্ব⛦িতীয় গেম পকেটে পোরেন ১১-৫ পয়েন্টের ব্যবধানেই। যদিও তৃতীয় গেমে হার মানতে হয় ভারতীয় জুটিকে। ৫-১১ ব্যবধানে চিনা তারকারা তৃতীয় গেম জিতে ম্যাচে ব্যবধানে কমিয়ে ২-১ করেন। চতুর্থ গেমে লড়াই চলে সেয়ানে-সেয়ানে। শেষমেশ ১১-৯ ব্যবধানে চতুর্থ গেম জেতেন সুতীর্থা-ঐহিকা এবং চিনা জুটিকে ছিটকে দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন তাঁরা।
প্রথম গেম মাত্র ৮ মিনিটেই জিতে নেয় ভারত। দ্বিতীয় ও তৃতীয় গেম স্থায়ী হয় ৯ মিনিট করে। চতুর্থ গেমে লড়াই চলে ১৫ মিনিট। সুতরাং, ৪১ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ হাসি হাসেন সুতীর্থা-ঐহিকা। বিশ্বব়্যাঙ্কিংয়ে সুতীর্থাদের থেকে বিস্তর এগিয়ে ছিল চিনা জুটি। সুতীর্থা-ঐহিকার ডাবলস ব়্যাঙ্কিং যেখানে ১৬, সেখানে চেং-ওয়াং এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর উইমেন্স ডাবলস জু🎃টি।
উল্লেখোগ্য বিষয় হল, এশিয়ান গেমসে ভারতের টেবিল টেনিসের ইতিহাসে সর্বকালীন নজির গড়লেন সুতীর্থারা। এই প্রথম এশিয়ান গেমসের উইমেন্স ডাবলসে কোনও পদক জিতল (নিশ্চিত করল) ভারত। এতদিন এশিয়ান গেমসের উইমেন্স ডাবলসে🐻 ভারতের সেরা পারফর্ম্যান্স ছিল কোয়ার্টার ফাইনালে ওঠা পর্যন্তই। এর আগে ভারতের আর কোনও জুটি শেষ আটের বাধা টপকে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি।
আগামী ২ অক্টোবর সেমিফাইনালের লড়াইয়ে নামবেন সুতꦉীর্থা-ঐহিকা। শেষ চারের বাধা টপকাতে পারলে একই দিনে গোল্ড মেডেল ম্যাচে নামতে হবে ভারতীয় জুটিকে। শনিবার মেনস ডাবলসের কোয়ার্টার ফাইনালে পরাজিত হন ভারতের মানব বিকাশ ঠক্কর ও মানুষ উৎপলভাই শাহ। তাঁরা ৮-১১, ১১-৭, ১০-১২, ১১-৬ ও ৯-১১ গেমে হার মানেন কোরিয়ার উজিন জ্যাং ও জংঘুন লিম জুটির কাছে।
উইমেন্স সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে য়িদি ওয়াংয়ের কাছে হেরে যান ভারতের মণিকা বাত্রা। ৮-১১, ১২-১০, ৬-১১, ৪-১১, ১৪-১২ ও ৫-১১ গেমে চিনা তারকার হাতে মাথা নত করতে𒀰 হয় মণিকাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।