রিজার্ভ বেঞ্চে ছিলেন না কোচ আন্তোনিও হাবাস লোপেজ। তাতে দলের খেলায় কোনও নেতিবাচক প্রভাব তো পড়লই না, বরং শনিবা🐲সরীয় যুবভারতীতে দাপটের সঙ্গে এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে লিগ শীর্ষে উঠে এল এটিকে।
শেষ ম্যাচে কেরলের বিরুদ্ধে হেরে লিগের মগডালে ওঠার সুযোগ নষ্ট করেছিল এটিকে। আজ সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ ছিলেন রয় কৃষ্ণেরা। লিগের অন্যতম সেরা দুই দলের খেলায় বাঁশি বাজার শুরু থেকেইღ ম্যাচের উপর আধিপত্য বিস্তার করে এটিকে।
প্রথমার্ধে অবশ্য গোলমুখ খুলতে পারেননি হাবাসের ছেলেরা। দ্বিতীয়ার্ধদের শুরুতেই ডান দিকে ফ্রি🅷-কিক পায় এটিকে। কৃষ্ণার চিপ করা বলে দুই সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে মাথা ছুঁইয়ে গোল করে যান প্রীতম কোটাল।
এরপর গোয়া গোল শোধের চেষ্টা করলেও তা এটিকের দুর্ভেদ্য ডিফেন্সে বারবার আটকে যায়। উলটে নির্ধারিত সময়ের দু'মিনিট আগে এটিকের জয় নিশ্চিত ဣকরেন জয়েশ রানে। যদিও প্রীতম ও জয়েশ দুটি সুবর্ণ সুযোগ নষ্ট না করলে কলকাতা থেকে কমপক্ষে চার গোলের বোঝা নিয়ে ফিরতে হত গোয়াকে।
এই জয়ের ফলে ১৩ ম্যাচে ২♋৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এল এটিকে। সমসংখ্যক ম্যাচে গোয়া⛦র পয়েন্ট ২৪ হলেও গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রীতমরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।