টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ান ডে স্কোয়াডে ডাক পেলেন জেসন রয়। অভিজ📖্ঞ ওপꦚেনার সেদিক থেকে নিজেকে পুনরায় প্রমাণ করার সুযোগ পেয়ে গেলেন বলা যায়।
ইংল্যান্ডের ওয়ান ডে দলে কামব্যাক করছেন ওলি স্টোন, স্যাম বিলিংস ও জেমস ভিন্স। স্টোন শেষবার ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে খেলেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। জেমস ভিন্স ইংল্যান্ডের ওয়ান ডে জার্সিতে শেষবার মা♓ঠে নামেন ২০২১ সালের জুলা♕ইয়ে পাকিস্তানের বিরুদ্ধে।
স্ট্যান্ড-বাই মিলিয়ে চলতি টি-২০💖 বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ড স্কোয়াডের ১০ জন ক্রিকেটার ওয়ান ডে সিরিজের জন্য ওদেশেই থেকে যাবেন। তাঁদের সঙ্গে যোগ দেবেন নতুন করে লাইফ-লাইন পাওয়া চার তারকা। এছাড়া এখনও দেশের হয়ে কোনও ওয়ান ডে না খেলা লিউক উডও উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়।
ইংল্যান্ডের ওয়ান ডে স্কোয়াড: জোস বাটল♈ার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মইন আলি, স্যাম বিলিংস, স্যাম কারা🐷ন, লিয়াম ডসন, ক্রিস জর্ডন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, ওলি স্টোন, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, লিউক উড।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি:-
১. প্রথম ওয়ান ডে: ১৭ নভেম্বর (অ্যাডিলেড ওভাল)
২. দ্বিতীয় ওয়ান ডে: ১৯ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
৩. তৃতীয় ওয়ান ডে: ২২ নভেম্বর (মেলবোর্ন ক্রিক🐽েট গ্ཧরাউন্ড)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।