রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি𝄹 ও হার্দিক পান্ডিয়ার পারফর্ম্যান্স নিয়ে সঙ্গত কারণেই চর্চা চলছে বিস্তর। যদিও ভারতের ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরও কয়েকজন তারকা। তবে সবার আড়ালে ভুবনেশ্বর কুমার 🐼যে ভারতের হয়ে সর্বকালীন একটি রেকর্ড গড়ে বসেন, সেদিকে হুঁশ ছিল না কারও।
ভুবি মেলবোর্নে ৪ ওভার বল করে মাত্র ২২ রানের বিনিময়ে ১টি উইকেট সংগ্রহ করেন। শেষবেলায় ব্যাট চালিয়ে ৮ বলে ১৬ রানের কার্যকরী যোগদান রাখা শাহিন আফ্রিদিকে ফির🌠িয়ে দেন꧙ তিনি। এই একটি মাত্র উইকেট নেওয়ার সুবাদেই ভুবনেশ্বর টি-২০ ফর্ম্যাটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হন। তিনি পিছনে ফেলে দেন সতীর্থ যুজবেন্দ্র চাহালকে, যিনি পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।
পাকিস্তান ম্যাচের🌞 পরে ভারতের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভুবনেশ্বরের উইকেট সংখ্যা দাঁড়ায় ৮৬টি। ৮০টি ম্যাচে মাঠে নেম💖ে তিনি এমন কৃতিত্ব অর্জন করেন। চাহাল ভারতের হয়ে ৬৯টি টি-২০ ম্যাচে মাঠে নেমে ৮৫টি উইকেট নিয়েছেন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি দেশের জার্সিতে ৬০টি টি-২০ খেলে ৭০টি উইকেট সংগ্রহ করেছেন।
টি-২০ ক্রিকেটে ভারতের সেরা দশ উইকেটশিকারি:-
১. ভুবনেশ্বর কুমার: ৮০ ম্যাচে ৮৬টি উইকেট।
২. যুজবেন্দ্র চাহাল: ৬৯ ম্যাচে ৮৫টি উইকেট।
৩. জসপ্রীত বুমরাহ: ৬০ ম্যাচে ৭০টি উইকেট।
৪. রবিচন্দ্রন অশ্বিন: ৬০ ম্যাচে ৬৬টি উইকেট।
৫. হার্দিক পান্ডিয়া: ৭৪ ম্যাচে ৫৭টি উইকেট।
৬. রবীন্দ্র জাদেজা: ৬৪ ম্যাচে ৫১টি উইকেট।
৭. কুলদীপ যাদব: ২৫ ম্যাচে ৪৪টি উইকেট।
৮. আশিস নেহরা: ২৭ ম্যাচে ৩৪টি উইকেট।
৯. শার্দুল ঠাকুর: ২৫ ম্যাচে ৩৩টি উইকেট।
১০. অক্ষর প্যাটেল: ৩৩ ম্যাচে ৩১টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।