অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের সিরিজের জন্য টিম ইন্ডিয়ান নতুন জার্সির নকশা বেছে 💎নিয়েছেন বিরাট কোহলিরাই। বরং বলা ভালো যে, রেট্রো জার্সিতে ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি ফ🅷েরানোর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়াই। এমনটাই জানা যাচ্ছে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমলের কথায়।
অস্ট্রেলিয়া সিরিজ থেকেই বিরাটদের কিট স্পনসর হিসেবে যাত্রা শুরু করছে এমপিএল। কপিরাইটের জ🏅ন্য নাইকির পুরনো ডিজাইনের জার্সি নতুন স্পনসররা ব্যবহার করতে পারবেন না। সুতরাং নতুন 🍨জার্সিতে ভারতীয় দলের মাঠে নামা ছাড়া উপায় নেই।
নতুন কিট স্পনসাররা তড়িঘড়ি নতুন ডিজাইনের জার্সি তৈরি করে উঠতে না পারায় কপি রাইট সমস্যা এড়িয়ে পুরনো (যে নকশাগুলি কপি করতে সমস্যা নেই) কয়েকটা জার্সির নকশা পাঠায় বিসিসিআইয়ের কাছে। বোর্ড ক্রিকেটারদের কাছে জানতে চায় 🍷তাঁদে🐲র পছন্দ। কোহলিরাই ৯২-বিশ্বকাপের জার্সির নকশাকে বেছে নেন।
অরুণ ধুমল বলেন, ‘এমপিএল যেহেতু নতুন স্পনসর, তাই তারা আগের স্পনসরে✱র জার্সির নকশা ব্যবহার করতে পারবে না। এমপিএল ১৯৯২-এর জার্সি সহ বেশ কয়েকটা নকশার বিকল্প পাঠায়। আমরা ক্রিকেটারদের 𒅌মতামত জানতে চাই। ওরা সেটাকেই বেছে নেয়, যেটা পরে ১৯৯২ বিশ্বকাপে ভারতীয় দল মাঠে নেমেছিল।’
ধুমল অবশ্য এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, এই নকশা সাময়িক। এমপিএল অচিরেই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ডিজাইনের জার্সি পাঠাবে ভারতীয় দলে♍🏅র জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।