দিনের শেষ ওভারে হাঁকিয়েছিলেন ২২ রান। সেই সৌজন্যেই অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাত্র ৭৩ বলে শতরান পূর্ণ করেন ঋষভ পন্ত। কিন্ত কী কারণে শেষ ওভারে সেই মারমুখী ব্যাটিং করেছিলেন, সেই রহস্য💛 ফাঁস করলেন তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান।
সিডনিতে দ্বিতীয় দিনের শেষ ওভারে চারটি বাউন্ডারি এবং একটি ছক্কা ম🔯ারেন পন্ত। সেই মারমুখী ব্যাটিং নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাইটে তিনি বলেন, ‘আমি যখন ব্যাট করতে গিয়েছিলাম, তখন (হনুমা) বিহারী এবং আমি একটা ভালো পার্টনারশিপ গড়তে চাইছিলাম। যতক্ষণ সম্ভব, ততক্ষণ আমরা ব্যাট করতে চাইছিলাম। নিজেকে যতটা বেশি সম্ভব সময় দেওয়ার চেষ্টা করছিলাম। ধীরে ধীরে আমার আত্মবিশ্বাস বাড়তে থাকে।’
শেষ ওভারে জ্যাক উইল্ডারমাথের প্রথম বল পন্তের পেটে লাগে। তাতেই ‘রেগে’ যান তরুণ ব্যাটসম্যান। তাঁর কথায়, ‘আমি যখন শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আমি অনুভব করি যে ২০ রানের মতো দরকার ছিল। আমার প্রথমে মনে হয়েছিল যে আজ (সেই) রাতে (শতরান) পারব না। কিন্তু প্💙রথম বল পেটে লাগার পর আমার রাগ ধরে গিয়েছিল। তখনই নিজেকে বলি, এবার আমায় কয়েকটি (বড়) শট মারার চেষ্টা করতে হবে। বিহারী এসে বলে যে শতরান পূরণ করা যাবে। তোমার চেষ্টা করা উচিত। নাহলে আগামিকাল ব্যাট কর এবং কোনও তাড়াহুড়ো ছাড়া সেই মাইলস্টোনে পৌঁছে যাবে। আমি বলি যে আমি চেষ্টা করব। সেই ছন্দে বোলার বল করছিলেন এবং আমি মারতে থাকি।’
সেই ইনিংসে যথেষ্ট আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন পন্ত। যিনি দীর্ঘদিন ফর্মে ছিলেন না। অস্ট্রেলিয়ায় পৌঁছেও কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। অবশেষে দ্বিতীয় প্রসꦍ্তুতি ম্যাচে সুযোগ পান। সেই পরিস্থিতিতে অপরাজিত ১০৩ রানের ইনিংস প্রসঙ্গে পন্ত বলেন, ‘এই শতরান আমার আত্মবিশ্বাস বাড়াবে। অস্ট্রেলিয়ায় আসার পর আমি মাসখানেক হয়ে গিয়েছিল। কিন্তু ঘাড়ের চোটের কারণে প্রথমে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পায়নি। প্রথম ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে আমায় এলবিড🦂ব্লুউ দেওয়া হয়েছিল। আমার মতে, আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে যতটা সম্ভব বেশি সময় কাটানোর লক্ষ্য ছিল। ফলস্বরূপ আমি একটা ভালো ইনিংস খেলতে পেরেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।