লাগাতার তিন ফর্ম্যাটে খেলে চলেছেন। বাড়তি ক্রিকেটের বোঝা কমানোর জন্য কি মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ ಞআফ্রিদির মতো তারকাদের একটি ফর্ম্যাটে খেলা ছেড়ে দেওয়া উচিত?
নেদারল্যান্ডস সফরের আগে সাংবাদিক বৈঠকে পাকিস্♛তানের অধিনায়ককে এমনই প্রশ্ন করা হয়েছিল। তাতে বাবর এমন উত্তর দিলেন যে তা ভাইরাল হয়ে গিয়েছে। তিনি বলেন, ‘দেখুন (প্রশ্নকর্তা তথা সাংবাদিককে উদ্দেশ্যে করে), আপনি যে প্রশ্ন করেছেন, তাতে বলব যে ওই বিষয়টা ফিটনেসের উপর নির্ভর করে। এখন যেরকম ফিটনেস আছে, তাতে আমি ভাবিনি যে দুটি ফর্ম্যাটে খেলব।'
তারপরই ওই সাংবাদিকের উদ্দেশ্য পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক বাবর বল𓂃েন, 'আপনার কি মনে হয়, আমি বুড়ো হয়ে গিয়েছি? নাকি আমরা বুড়ো হয়ে গিয়েছি? আপনার মনে হয়? আমার তো মনে হয় না। যদি বাড়তি ওয়ার্কলোড পড়ে, তাহলে আমাদের আরও ফিট হতে হবে। আমাদের ফিটনেসের স্তর বাড়াতে হবে।’
আগামী ১৬ অগস্ট থেকে তিনটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান। সেই সিরিজের পরেই আগামী ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ (ඣটি-টোয়েন্টি ফর্ম্যাটে) খেলা হবে। যে টুর্নামেন্টকে আসন্ন টি-টোয়েন্টি বি🍬শ্বকাপের (আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে) প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বারবকে সেই প্রশ্ন করা হয়। বিশেষত বেন স্টোকস চাপের কারণে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, বিরাট কোহলিরা নিয়মিত বিশ্রাম নিচ্ছেন।
এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি (Asia Cup 2022 Schedule)
- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
- ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
- ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
- পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
- বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
- এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
- এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
- এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
- এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
- বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
- ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।