আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বাবর আজমকে। তাঁর অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাদাব খান। সবমিলিয়ে ෴টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল বেছে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি), সেই দলে মোট ন'টি পরিবর্তন করা হয়েছে। তবে বাবরকে বাদ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। বাবর কি এ বার 𒐪সত্যিই বরাবারের মতো নেতৃত্ব হারাতে চলেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ন🐽াজাম শেঠি অবশ্য বলেছেন যে, বাবর আজম তাঁর অধিনায়কত্ব নিয়ে নিজে কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত, তাঁকে কোনও ভাবেই সরানো হবে না। বাবরই অধিনায়ক থাকবেন। সরফরাজ আহমেদ পদত্যাগ করার পর ২৮ বছরের বাবর আজমকে তিন ফরম্যাটেই পাকিস্তান দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ২২ গজের লড়াই শেষ হতেই বন্ধুত্বের হাত,কোহলির থেকে জার্সি 🍷উপহার পেলেন ২ অজি তারকা
পিসিবি প্রধান হিসেবে রামিজ রাজার স্থলাভিষিক্ত হওয়া নাজাম শেঠꦯি এ বার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, বাবরের অধিনায়কত্বের যাওয়ার বিষয়ে কোনও ভয়ের জায়গা নেই। তাঁর মতে, ‘অধিনায়কত্ব নিয়ে বাবরের কোনও ভয়ে꧅র জায়গা নেই। বাবরই আমাদের জাতীয় দলের অধিনায়ক থাকবেন, যতক্ষণ না তিনি নিজে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন, কোনও পরিবর্তন হবে না। বাবর একটি ফর্ম্যাটে, নাকি তিনটি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিতে চান, বা তিনি তিন ফর্ম্যাটেই অধিনায়ক থাকতে চান, এটি সম্পূর্ণ ভাবে তাঁর সিদ্ধান্ত হবে।’
পাকিস্তান সোমবার ইহ🌞সানুল্লাহ, জামান খান এবং সাইম আইয়ুব সহ বেশ কয়েক জন তরুণ তারকাকে বেছে নিয়েছে, যারা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৩-এ নজর কেড়েছেন। নাজাম শেঠি বলেছেন যে, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে তরুণদের বাছাই করার পিসিবি-র সিদ্ধান্তকে বাবর আজম সমর্থ༒ন করেছেন।
আরও পডꦓ়ুন: আগুনে পারফরম্যান্সে সিরিজে যুগ্মসেরা, মুরলির ঘাড়ে নিঃশ্বাস অশ্বিনের
আগামী ২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামতে চলেছে পাকিস্তান। তিনটি ম্যাচই শারজায় হবে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২৬ মার্চ এবং ২৭ মার্চ। সেই সিরিজের জন্য একাধিক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। যে তালিকায় আছেন ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফদের মতো তারকা ক্রিকে꧟টাররা। সুযোগ পেয়েছেন𝕴 বহু নতুন মুখ।
পিস💧িবি চেয়ারম্যান দাবি করেছেন, ‘আমি বাবরকে অনেক সম্মান করি। তিনি আমাদের শীর্ষ তারকা। আমি খুবই খুশি যে, তিনি আফগানিস্তানের বিরুদ্ধে তরুণদের সুযোগ দেওয়ার আমಞাদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।’
বাবর বর্তমানে পিএসএল ২০২৩-এ পেশোয়ার জালমির নেতৃত্ব দিচ্ছেন। অসুস্থতার কারণে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধেই এলিমিনেটরের ম্যাচে খ🍌েলবে বলে আশা করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।