ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল ভারত। দেশের একাধিক খেলোয়াড়রাই ভালোই পারফর্ম করেছে গোটা টুর্নামেন্টে। ♑তবে এবার সকলের নজর কাড়তে সফল হয়েছেন ১৭ বছর বয়সী আনমোল খার্ব। একের পর এক কঠিন প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার জন্য তিনি জিতেছেন সোনার পদক। বিশেষ করে এই তরুণীর চীনকে পরাজিত করা প্রশংসা কুড়িয়েছে সকলের। যদিও দেশের কোন বড় প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনি পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি, তবুও দিনের শেষে সবচেয়ে বড় পুরস্কার গিয়েছে তাঁর ঝুলিতেই।
নিজের সাফল্যের প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন আনমোল খার্ব। রবিবার এই বড় জয়ের পর আনমোল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ত𒐪িনি ক্লান্ত ঠিকই তবে অবশেষে এই পুরস্কার জিতে এবং দেশ প্রথমবার সোনা পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। এছাড়াও আনমোলের প্রশংসা করেছেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা গোপীচাঁদও।
সেমিফাইনালে ১৭ বছর বয়সী আনমোল মুখোমুখি হন ২৯ নম্বর স্থানাধিকারী নাতসুকির। সবাই প্রথম দিকে ভেবেছিলেন যে নিদাইরাই জয় পাবেন, কিন্তু ম্যাচের পুরো চিত্রটাই পাল্টে দেন আনমোল। এমনকী🌼 এতটাই আত্মবিশ্বাস তিনি জাগিয়েছিলেন যে ম্যাচ শুরুর আগে মনে করা হচ্ছিল ফাইনালে তিনিই জিতে আসবেন। আনমোলের পারফরম্যান্স প্রসঙ্গে প্রাক্তন ব্যাডমিন্টন তারকা গোপীচাঁদ বলেন, 'বড় টুর্নামেন্টে এসে ফাইনাল খেলতে নামার আগে অনেক সাহস দরকার আর সেটা আনমোল দেখিয়েছে। এর জন্য বিশাল আত্মবিশ্বাসের দরকার। ও দেখিয়েছে যে ও কি ধাতু দিয়ে গড়া। দারুণ খেলেছে আনমোল। ঠিক সময় ঠিক স্ট্রোকও নিয়েছে। আসলে ও জেতার মানসিকতা নিয়েই খেলতে নেমেছিল।'
এছাড়া রবিবার সোনা পাওয়ার পর এই প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন আনমোল। তিনি বলেন, 'আমি প্রচন্ড ক্লান্ত তবে দিনের শেষে এই ব্যাপারটা জন্য খুশি যে আমরা ভালো ফল করেছি এবং প্রথমবার সোনা পেয়েছি আমরা। তাছাড়া আমার উপর কোনও রকমের কোনও চাপ ছিল না। কারণ আমি ভালো করেই জানতাম সোনা হোক কি রুপো দুটোর মধ্যে একটা আ🧸মি পাবই পাবো। আমি পুরো দমে এবং আত্মবিশ্বাসের সঙ্গেই খেলছিলাম।'
উল্লেখ্য, চলতি 'ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ' শুরু হয় ফেব্রু♛য়ারি মাসের ১৩ তারিখে এবং এটি শে🐓ষ হয় ১৮ তারিখে। ম্যাচগুলি খেলা হয়েছিল মালয়েশিয়ার শাহ আলমে। স্টেডিয়াম হিসেবে বেছে নেওয়া হয়েছিল সেটিয়া সিটি কনভেনশন সেন্টারকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।