শুভব্রত মুখার্জি: বয়স মাত্র ১৮। আর এত কম বয়সেই ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে ওয়ানডে-তে অভিষেক হল স্পিন বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের। আর সেই সঙ্গে রেহান গড়ে ফেললেন নয়া নজির। সোমবার বাংলাদেশের চট্টগ্রামে সদ্য শেষ হওয়া ওয🍨়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। আর সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে কম বয়সে ওডিআই-এ অভিষেক হওয়া ক্রিকেটার হিসেবে নজির গড়ে ফেললেন রেহান। উল্লেখ্য, কয়েক দিন আগেই টেস্টেও ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়ার নজির গড়েছিলেন রেহান।
আরও পড়ুন: একেবারে ছেঁটে ফেলা হল বাভুমাকে, প্রোটিয়াদের নতুন T20🍌 অধিনায়ক এডেন মার্করাম
এ🐲 দিন চট্রগ্রামে রেহানের হাতে জাতীয় দলের টুপিটি তুলে দেন দলের অন্যতম সেরা সꦅ্পিনার আদিল রশিদ। মাত্র ১৮ বছর ২০৫ দিনে জাতীয় দলের হয়ে ওয়ানডে-তে অভিষেক হল রেহানের। তিনি ভেঙে দিলেন বেন হোলিওকের নজির। বেনের ১৯ বছর ১৯৫ দিনে জাতীয় দলের হয়ে ওডিআই-এ অভিষেক হয়েছিল। যা এ দিন চট্টগ্রামে ভেঙে দিলেন রেহান। লেস্টারশায়ারের হয়ে খেলা এই ক্রিকেটার এ দিন ম্যাচে ১০ ওভার বোলিং করেছেন। দিয়েছেন ৬২ রান। নিয়েছেন একটি মাত্র উইকেট। তাঁর স্পেলের শেষ বলে নিয়েছেন উইকেটটি। আউট করেছেন মেহেদি হাসান মিরাজকে।
আরও পড়ুন: ভারতের বোলিং আক্রমণ সে ভাবে শক𝓡্তিশালী নয়- পিচ বিতর্কে রোহিতদের খোঁচা গাভাসকরের
এই বছরের শেষে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে আশা করা হচ্ছে, ২২ গজ স্পিন সহায𝐆়ক হতে পারে। আর তা হলে ইংল্যান্ড💎ের বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নিতেন পারেন রেহান। গত ডিসেম্বরেই নজির গড়েছিলেন রেহান। পাকিস্তানের বিরুদ্ধে সর্বকনিষ্ঠ ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হওয়ার নজির গড়েন তিনি। টেস্টে অভিষেকেই নিয়েছিলেন পাঁচটি উইকেট।
২০০৪ সালে ১৩ অগস্ট নাটিংহ্যামে জন্ম হয়েছিল রেহানের। ২০২১-এর জুলাইতে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। ২০২২ সা൲লে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপেও ইংল্যান্ড দলে খেলেছিলেন রেহান আহমেদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।