এ কেমন অদ্ভূত😼ুড়ে কাণ্ড রে বাবা! এবাদত হোসেনের বল গিয়ে লাগল উইকেটে। স্টাম্প নড়ে গেল। লাল-আলোও জ্বলে গেল। তবে গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও পড়ল না বেল। আর আউটও হলেন না শ্রেয়স আইয়ার। এও সম্ভব! একেই বলে বোধহয়, ‘রাখে হরি, মারে কে’!
আরও পড়ুন: ICC ODI Rankings-এ ১১৭ ধাপ উপরে বিশাল লাফ ইশান কিষাণের, কোহলিও উঠলেন দু💃' ধাপ
৮৪ তম ওভারে এবাদত হোসেনের পঞ্চম বলে ডিফেন্সিভ শট খেলতে চেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে বল স্টাম্প স্পর্শ করে উইকেটকিপারের হাতে চলে যায়। মিডল ও লেগস্টাম্পের উপর থাকা বেলের আলোও জ্বলে ওঠে। তবে বল উইকেটে লাগলেও বেল না🐽 পড়ায় ক্রিকেটের আইনে আউট হননি শ্রেয়স। বড় জীবনদান পান তিনি। এবাদত উইকেটের কাছে গিয়ে হাঁ করে তাকিয়ে ছিলেন, যদি স্টাম্প পড়ে। কোথায় কী!
এর আগেও একবার শ্রেয়স আউটের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। জীবন পান চেতেশ্বর পূজারাও। ভাগ্🔯যের সহায়তা পাওয়ার পরেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে ভারত করেছে মাত্র ৬ উইকেটে মাত্র ২৭৮ রান।
টেস্ট সিরিজেও ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের একেবারে বেহাল দশা। ওয়ান ডে সিরিজ খোয়ানোর পর ফের টেস্টেও নড়বড় করছে ভারতের ব্যাটিং। মীরপুরে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনে বিপক্ষেﷺর বোলারদের সামনে ভারতের গর্বের টপ অর্ডার একেবারেই ল্যাজেগোবরে হল।🏅 এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। শুরুতেই কেএল রাহুল ২২, শুভমন গিল ২০, বিরাট কোহলি ১ রান করে ভারতের লজ্জা বাড়ান।
আরও পড়ুন: শেষ বলে আউট অক্ষর, শ্রেয়স-পূজারার ব্যাটে ঘুরে দꦕাঁড꧑়াল ভারত
লাঞ্চের আগে পর্যন্ত ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৮৫ রান। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্ত জুটি কিছুটা হলেও দলের হাল ধরেন। কিন্তু পন্তও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৪৫ বলে ৪৬ রান করা আউট হন পন্ত। তবে চেতেশ্বর পূজারার ৯০ রান ভারতকে কিছুটা অক্সিজেন দেয়। যদিও তিনি তাইজুল ইস❀লামের বলে বোল্ড হন। সেঞ্চুরি থেকে ১০ রান দূরেই থেমে যায় তাঁর ইনিংস। অক্ষর প্যাটেলও😼 ১৪ করে আউট হয়ে যান।
১৬৯ বলে ৮২ করে অপরাজিত আছেন শ্রেয়স আইয়ারই। তাও ভাগ্যের জোরে। দু'বার জীবনদান পেয়ে টিকে আছেন শ্রেয়স। বাংলাদেশের তাই🐲জুল ইসলাম ৩ উইকেট এবং মেহেদি হাসান নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন খালিল আ🐓হমেদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।