এবারের কলকাতা ম্যারাথনে রেকর্ড সংখ্যক (১৫,৪৪৫ জন) প্রতিযোগি অংগ্রহণ করেন। । এর আগে কখনও কলকাতা ম্যারাথনে এত মানুষ অংশগ্রহণ করেননি। এবারের কলকাতা ২৫কে আইএএএফ সিলভার লেভেল রোড রেস ছিল। বিশ্বে অন্য কোনও রোড ম্যারাথনে এই স্বীকৃতি নেই। এবারের ম্যারাথনের আয়োজন করা হয়েছিল নতুন পথে। আর সেখানে ইতিহাস গড়েন কেনিয়ার বারসোটন ও ইথিও𒊎পিয়ার গুতেনি।
সিলভার লেবেলে উন্নীত হওয়া এবারের 🐼এই আন্তর্জাতিক ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন কেনিয়ার বারসোটন। ২৫ কিমি ম্যারাথন তিনি🤪 শেষ করেন ১ ঘণ্টা ১৩ মিনিট ০৫ সেকেন্ডে। এর আগে ১ ঘণ্টা ১৩ মিনিট ৪৫ সেকেন্ডে এই দৌড় শেষ করে রেকর্ড গড়েছিলেন কেনেনিসা বেকেল। এদিন সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন বারসোটন।
কলকাতা ২৫ কিমি ম্যারাথনে মেয়েদের মধ্যে প্রথম হন ইথিওপিয়ার গুতেনি শোন। এই দৌড় শেষ করতে তাঁর সময় ꧅লাগে ১ ঘণ্টা ২২ মিনিট ০৯ সেকেন্ড । এই ইভেন্টে তিনিও রেকর্ড গড়েন। এর আগে ১ ঘন্টা ২৬ মিনিট ১ সেকেন্ডে এই দৌড় শেষ করে রেকর্ড গড়েছিলেন দেগেতু আজিমেরাওয়ে। এদিন তাঁর রেকর্ডও ভেঙে দিলেন গ🐭ুতেনি।
কিংবদন্তি বেকেলের রেকর্ড ভেঙে লিওনার্ড বারসোটন বলেন, ‘ আমার কাছে এই জয়টা খুব স্পেশাল। কলকাতায় আসব, সেটা আমি কয়েকদিন আগে পর্যন্ত জানতাম না। তার উপর কেনেসিয়া বেকেলের রেকর্ড ভেঙে ফেলতে পারব, সেটা ভাবতেই পারছি না। এই জয় আরও তৃপ্তির।’ রেকর্ড গড়ে গুতেনি বলেন, ‘এখানে প্রথম হতে পেরে খুব খুশি। এ বছর কঠোর পᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরিশ্রম করেছি। তার ফল হাতে-নাতে পেলাম।’
ছেলেদের এলি🐠ট বিভাগে দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার বেতেস্ফা গেতাহুন। তৃতীয়স্থানে শেষ করেছেন বেইলিন যেগসো। মহিলাদের এলিট বিভাগে দ্বিতীয় হন বাহরিনের দেসি জিসা। তৃতীয় স্থানে শেষ করেছেন তেজিতু দাবা। ভারতীয়দের মধ্যে পুরুষ বিভাগে প্রথম হন শ্রীনু বুগাথা। ও🥀 মহিলাদের বগভাগে কিরণজিত কর। এই ম্যারাথনে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় হয়েছেন বাংলার মেয়ে শ্যামলী সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।