নতুন মরশুমের জন্য ভারতেꦗর সিনিয়র মহিলা দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল বিসিসিআই। তিনটি গ্রেডে মোট ১৭ জন ক্রিকেটার এবছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় রয়েছেন।
সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন মোটে তিনজন ক্রিকেটার। ক্যাওপ্টেন হরমনপ্রীত কৌর ও ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনার সঙ্গে এ-গ্রেডে রয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তারকা অল-রাউন্ডার দীপ্তি শর্মা।
দ্বিতীয় সারিতে রয়েছেন মোট ৫ জন ক্রিকেটার𒊎। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ রয়েছেন মাঝের ক্যাটাগরি অর্থাৎ বি-গ্রেডে। এছাড়া এই তালিকায় নাম রয়েছে বিস্ফোরক ওপেনার শেফালি বর্মা, অল-রাউন্ডার তথা মিডল অর্ডার ব্যাটার জেমিমা রডরিগেজ, স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় ও পেসার রেনুকা সিং ঠাকুরের।
সি-গ্রেডে জায়꧒গা পেয়েছেন মোট ৯ জন ক্রিকেটার। তালিকায় রয়েছেন স্নেহ রানা, পূজা বস্ত☂্রকার, দেবিকা বৈদ্য, রাধা যাদব, যস্তিকা ভাটিয়ারা। এছাড়া সি-গ্রেডে চুক্তিবদ্ধ বাকি চার ক্রিকেটার হলেন মেঘনা সিং, সাব্বিনেনি মেঘনা, অঞ্জলি সর্বানি ও হার্লিন দেওয়ল।
রাজেশ্বরী গায়কোয়াড় গত বছর এ-গ্রেডে থাকলেও এবার তিনি বি-গ্রেডে নেমে গিয়েছেন। সিনিয়র পেসার শিখা ಞপান্ডে গত টি-২০ বিশ্বকাপ খেলা সত্ত্বেও চুক্তি থেকে বাদ পড়েছেন। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির আওতায় নেই পুণম যাদব, তানিয়া ভাটিয়া, পুণম রউত, মানসী যোশি, প্রিয়া পুনিয়া, অরুন্ধতী রেড্ডিরা।
রিচা ও জেমিমা সি-গ্রেড থেকে বি-গ্রেডে উন্নীত হয়েছেন। সি-গ꧟্রেডে প্রথমবার জায়গা পেয়েছেন মেঘনা সিং, দেবিকা বৈদ্য, সাব্বিনেনি মেঘনা, রাধা যাদব, অঞ্জলি সর্বানি ও যস্তিকা ভাটিয়া। পূজা বস্ত্রকার বি-গ্রেড থেকেꦯ সি-গ্রেডে নেমে গিয়েছেন। হার্লিন ও স্নেহ রানা আগের মতোই সি-গ্রেডে রয়ে গিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের হিসাব অনুযায়ী এ-গ্রেডে থাকা ক্রিকেটাররা বার্ষিক ৫০ লক্ষ টাকা পেয়ে থাকেন বিসিসিআইয়ের কাছ থেকে। বি-গ্রেডে থাকা ক্রিকেটাররা পান ৩০ লক্ষ টাকা করে। সি-গ্রেডের ক্রিকেটাদের পকেটে ঢোকে ১০ লক্ষ টাকা করে। বিসিসিআই ছেলেদের মতো মেয়েদের অন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফি সমান করলে🉐ও চুক্তির অঙ্কে ছেলেদের থেকে মেয়েরা বিস্তর পি♑ছিয়ে। কেননা ছেলেদের সর্বোচ্চ এ প্লাস গ্রেডের ক্রিকেটাররা পেয়ে থাকেন বার্ষিক ৭ কোটি টাকা। যদিও এবছর মেয়েদের চুক্তির অঙ্ক বদলাচ্ছে কিনা, তা জানায়নি ভারতীয় বোর্ড।
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা:-
এ-গ্রেড:
১. হরমনপ্রীত কৌর
২. স্মৃতি মন্ধনা
৩. দীপ্তি শর্মা
বি-গ্রেড:
১. রেনুকা সিং ঠাকুর
২. জেমিমা রডরিগেজ
৩. শেফালি বর্মা
৪. রিচা ঘোষ
৫. রাজেশ্বরী গায়কোয়াড়
সি-গ্রেড:
১. মেঘনা সিং
২. দেবিকা বৈদ্য
৩. সাব্বিনেনি মেঘনা
৪. অঞ্জলি সর্বানি
৫. পূজা বস্ত্রকার
৬. স্নেহ রানা
৭. রাধা যাদব
৮. হার্লিন দেওয়ল
৯. যস্তিকা ভাটিয়া
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।