শুভব্রত মুখার্জি: সোশ্যাল মিডিয়ার যুগে ভুলভ্রান্তির জায়গা খুব কম। অনিচ্ছাকৃত ভুল করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই যে ভাবে রে -রে ধ্বনি ওঠায় নেটিজেনরা, তার প্র𝓀মাণ এর আগে ও বহু বার পাওয়া গিয়েছে। এ বার সেই তালিকায় যুক্ত হল বিসিসিআইয়ের নাম। ভুল প্রথম একাদশ পোস্ট করার পরে বাজে ভাবে ট্রোলড হতে হল তাঁদের। নেটিজেনদের সরাসরি প্রশ্ন, কোন কোম্পানির গাঁজা খাওয়া হয়েছে, যে এই রকম ভুলভাল পোস্ট করা হচ্ছে?
আরও পড়ুন: ICU থেকে বেরোলেন ꦬপন্ত, তবে এখনও ধোঁয়ꦛাশা হাঁটু, গোড়ালির চোট নিয়ে
ঘটনাটি ঘটেছে সিকে নাইডু ট্রফির একটি ম্যা♒চে। যেখানে মুখোমুখি হয়ে🐎ছিল রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর দল। যেখানে জম্মু-কাশ্মীরের প্রথম একাদশ পোস্ট করা হয়। তবে ভুল করে একাদশের বদলে মাত্র চার ক্রিকেটারের নাম পোস্ট করা হয়। বিসিসিআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করা টুইটের ভুলের কারণেই বাজে ভাবে ট্রোলড হতে হয়েছে বিসিসিআই-কে।
🉐এই ঘটনা দেখেই হাসির রোল ওঠে নেট দ✨ুনিয়ার। নেটে প্রশ্ন ওঠে এই কাজটি যিনি করেছেন, তিনি কি গাঁজার নেশা করেছিলেন? কোন কোম্পানির গাঁজা খেয়ে তিনি এই কাজটি করছিলেন? আর একজনের প্রশ্ন, প্রথম একাদশ নয় এটা প্রথম চার! আর একজন মজার ছলে লেখেন, ‘অ্যাডমিন এ বার ঘুম থেকে উঠে পড়।’
আরও পড়ুন: 𓆏WC জয়ের চেয়ে বড় লক্ষ্য কিছু হতে পারে না- নতুন বছর🐓ের সংকল্পের কথা বললেন হার্দিক
যদিও বিসিসিআইয়ের ওয়েবসাইটে ম্যাচের বিষয়ে সঠিক তথ্য ছিল। এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের হোস্টেল মাঠে এদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। জম্মুর শুরুটা এ দিন ভালো হয়নি। ৩২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। তৃতীয় উইকেটে ৮৮ রানের পার্টনারশিপ গড়ে আয়োজকরা। চতুর্থ উꦜইকেটে শতরানের পার্টনারশিপ গড়ে দল🦄কে শক্ত ভিতের উপর বসিয়ে দেন কাওয়ালপ্রীত সিং এবং কানহাইয়া ওয়াধান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।