চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করার পর থেকে হার্দিক পাণ্ডিয়া সাদা বলের ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন। শুধু জাতীয় দল নয়, ২০২১ আইপিএলেও অসাধারণ পারফরম্যান্স করেছেন তারকা অলরাউন্ডার। গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক। অভিষেক মরশুমেই গুজরাটকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক। পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও তিনি নজর কেড়✃েছেন।
২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দু'টি জয়েই হার্দিক ভালো পারফরম্যান্স করেছিল🐠েন। একটি এশিয়া কাপের সময়ে গ্রুপ লিগের ম্যাচে। দ্বিতীয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বে।
বুধবার থেকে মুম্বইয়ে শুরু হতে চলা শ্💟রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে হার্দিককে। অꦛস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেন হার্দিক। ১-০ ব্যবধানে সেই সিরিজ জেতে ভারত। ভারত অধিনায়ক হিসেবেও হার্দিকের রেকর্ডও ভালো।
আরও পড়ুꦐন: ভাগ্যের সহায়তা পেলে শোয়েব আখতারের 🔥রেকর্ড ভেঙে দেব- আত্মবিশ্বাসী উমরান
তবে ২০২৩ সালে হার্দিকের আসল লক্ষ্য কিন্তু বিশ্বকাপ জয়। তিনি এ কথা পরিষ্কার জানিয়েও দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে গিয়েছিল। এশিয়া কাপেও তারা নিরাশ করেছিল। হার্দিক তাই নতুন বছরের সংকল্পের কথা বলতে গিয়ে দাবি করেছেন, ‘গত বছরটা আমার কাছে একটু আলাদা ছি✃ল। মাঠে নেমে অন্য কিছু উপহার দিতে চেয়েছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল ঠিকই। কিন্তু ব্যর্থতা খেলারই অংশ। জেতা হয়নি ঠিক আছে। নতুন বছর বিশ্বকাপ রয়েছে। সেটা জেতাই আমাদের সঙ্কল্প। এর থেকে বড় কিছু আছে বলে মনে হয় না। আমরা প্রত্যেকে বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। নিজের সেরাটা দিতে চাই। এখনও পর্যন্ত সব ঠিকঠাক দিকেই এগোচ্ছে।’
আরও পড💛়ুন: ICU থেকে বেরোলেন পন্ত, তবে এখনও ধোঁয়াশা হা🃏ঁটু, গোড়ালির চোট নিয়ে
তিনি আরও বলেছেন, ‘অনেক কিছু অর্জন করার 🎐আছে, আমি কিছুই অর্জন করতে পারিনি। বিশ্বকাপের অপেক্ষায় রয়েছি। একাধিক বছরে একাধিক বিশ্বকাপ হবে এবং আসল লক্ষ্য হবে সেগুলো জেতা।’
হার্দিক পাণ্ডিয়া সীমিত ওভারের সেটআপে গুরুত্বপূর্ণ সদস্য। তবে তিনি শেষ বার টেস্ট খেলেছেন চার বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। প্রকৃতপক্ষে এই অলরাউন্ডার এখনও পর্যন্ত মাত্র ১১টি টেস্ট খেলেছেন এবং তাঁꦯর ভক্তরা তাঁকে ফের টেস্ট ক্রিকেটেও প্রত্যাবর্তন করতে চাইবে।
সাদা জার্সিতে তাঁকে🔥 কবে দেখা যাবে, এই প্রশ্নের উত্তরে পাণ্ডিয়া বলেছেন, ‘আমাকে কখন সাদা জার্সিতে দেখা যাবে? আগে আমাকে পুরোপুরি নীল হতে দাও, তার পর আমি স🌟াদার কথা বলব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।