পাকিস্তান সফরের আগে বেন স্টোকস এমন এক꧙টি কাজ করলেন যার প্রশংসা সকলেই করছেন।বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড ক্রিকেট দল ১৭ বছর পর টেস্ট খেলতে পাকিস্তানে পৌঁছেছে। ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি রাওয়ালপিন্ডিতে ১ ডিসেম্বর থেকে শুরু হবে। কিন্তু টেস্ট শুরুর আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এমন ঘোষণไা করেছেন,যা শুধু পাকিস্তান নয়,সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন… FIFA World Cup 2022: বেলজিয়ামকে হারিয়ে 'সাজদা' মরক্কোর খেলোয়াড়ের, মা'কে চুম্বন 🥃হাকিমির, ভাইরাল ছবি
বেন൩ স্টোকস টুইট করে ঘোষণা করেছেন যে তিনি পাকিস্তান সফরের ম্যাচ ফি বন্যা দুর্গতদের জন্য দান করবেন। তিনি তার বার্তায় লিখেছেন যে ঐতিহাসিক টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো পাকিস্তানে থাকাটা আমার জন্য আনন্দের বিষয়। টেস্ট দল হিসেবে ১৭ বছর পর এখানে আসাটা রোমাঞ্চকর। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থন করার দায়িত্ববোধ রয়েছে।
আরও পড়ুন… ম্যান ইউ পর্বের পরে রোনাল্ডোকে $225 মিলিয়ন অফার দিল সဣৌদি আরবের ক্লাব
বেন স্টোকস লিখেছেন,‘পাকিস্তানে বন্যা এবং এর ফলে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা দেখে বেদনাদায়ক,যা দেশ ও এর জনগণকে গভীরভাবে প্রভাবিত করেছে। খেলা আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে এবং আমি মনে করি ক্রিকেট ছাড়াও আমি কিছু ফিরিয়ে দেব। তাই এই সফরের ম্যাচ ফি আমি বন্যার্তদের জন্য দান করব। আশা করা যায় যে এই সাহায্য পাকিস্তানে ক্ষতিগ্রস্ত মানুষদের আবার💜 দাঁড়াতে সাহায্য করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।