শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন⛎ স্টোকস। তিনি ইংল্যান্ডের কোচ এবং নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে টপকে গেলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার খেলোয়াড় হয়েছেন বেন স্টোকস। মাউন্ট মাউঙ্গানুইতে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুটি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন বেন স্টোকস।
টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারে বেন স্টোকস নিউজিল্যান্ডের স্কট কুগেলেইনের তৃতীয় বলে ফাইন লেগে ছক্কা মেরে ব্রেন্ডন ম্যাককালামকে টপকে যান। ম্যাককালাম বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ। বেন স্টোকস ৩ও৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন, যার মধ্যে রয়েছে তিনটি চার ও দুটি ছক্কা। অলরাউন্ডার মাইকেল ব্রꦯেসওয়েলের বোলিংয়ে উইকেটরক্ষক টম ব্লান্ডেল তাঁকে স্টাম্পড আউট করেন।
আরও পড়ুন… ৫ ব��ছরে ৪৭টি ইনিংস খেলে ဣগড় ২৭-র নীচে: ফের কেএল রাহুলের সমালোচনায় ভেঙ্কটেশ প্রসাদ
৯০টি টেস্ট ম্যাচে বেন স্টোকস মোট ১০৯টি ছক্কা মেরেছেন। তাঁর দখলে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ২৮টি অর্ধশতরান। এখনও পর্যন্ত ৩৬.০০ গড়ে তিনি মোট ৫,৬৫২ রান করেছেন। টেস𓄧্টে তাঁর সেরা স্কোর হল ২৫৮ রান। একই সময়ে ১০১টি টেস্টে ম্যাককালা✨মের ১০৭টি ছক্কা মেরেছেন। তিনি ৩৮.৬৪ গড়ে ৬,৪৫৩ রান করেছেন। টেস্টে তাঁর ১২টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতক রয়েছে। টেস্টে তাঁর সেরা স্কোর ৩০২ রান।
টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন এমন ব্যাটসম্যানদের দেখে নেওয়া যাক-
বেন 🐻স্টোকস (Eng)ꦚ ৯০* ম্যাচে ৫৬৫২ রান করেছেন এবং তিনি মেরেছেন ৬৭৪টি চার ও ১০৯টি ছক্কা
ব্রেন্ডন ম্য🎶াককালাম (NZ) ১০১ ম্যাচে ৬৪🔯৫৩ রান করেছেন এবং তিনি মেরেছেন ৭৭৬টি চার ও ১০৭টি ছক্কা
অ্যাডাম গিলক্রিস্ট (Aus) ৯৬ ম্যাচে ৫৫৭০ রান করেছেন এবং তিনি মেরেছেন ಞ৬৭৭টি চার ও ১০০টি ছক্কা
ক্রিস গেইল (WI) ১০৩🔜 ম্যাচে ৭২১৪ রান করেছেন এবং তিনি মেরেছেনꦏ ১০৪৬টি চার ও ৯৮টি ছক্কা
জ্যাক ক্যালিস (SA) ১৬৬ ম্যাচে ১৩২৮৯ রান করেছেন এবং তিনি মে💮রেছেন ১৪৮৮টি চার ও ৯৭টি ছক্কা
বীরেন্দ্র সেহওয়ান (ভারত⛦) ১০৪ ম্যাচে ৮৫৮৬ রান করেছেন এবং তিনি মেরেছেন ১২৩৩টি চার ও ৯১টি ছক্কা
টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে স্টোকস (১০৯) এবং ম্যাককালামের (১০৭) পরে ত💫ৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, তিনি ১০০টি ছক্কা হাঁকিয়েছেন। বেন স্টোকসের রেকর্ডের পরে গিলক্রিস্ট তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি নিজের টুইটারে লিখেছেন ‘আমরা সকলেই স্লগার।’
আরও পড়ুন… ভিডিয়ো: দেখুন পাকিস্তানের সূর্যকুমার যাদবকে! এই শট দেখে নিশ্চিত অবাক হব🐼েন