রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা। খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণরা। যদিও বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা মনে করেন, খেতাব জয়ের রাস্তা এখনও অনেক দূরে। ১৯৮৯-৯০ সালের পর আর রঞ্জি ট্রফি জেতেনি বাংলা। কখনও রানার্স বা কখনও সেমিফাইনালিস্ট হয়েই থামতে হয়েছে বাংলাকে। তাই ছন্দে থাকা টিম বেঙ্গল এখনই খেতাব জয়ের স্বপ্ন দেখতে নারাজ। বরং ম্যাচ প্রতি ম্যাচ ভাবনা রেখেই এগোতে চান মনোজ, অনুষ্টুপরা। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলছে বাংলা। ৬ ম্যাচের মধ্যে ৪টে-তেই জ𒉰িতেছে। ৩২ পয়েন্ট নিয়ে একেবারে শীর্ষে টিম বেঙ্গল।
24 Jan 2023, 04:38 PM IST প্রথম দিন খেলা হল মাত্র ৩৬ ওভার
মাঠ ভিজ༒ে থাকার কারণে প্রথম দ🦂িন খেলা হল মাত্র ৩৬ ওভার। ওড়িশা ২ উইকেট হারিয়ে ৯৬ রান করে। ১০৬ বলে ৪১ করে ক্রিজে রয়েছেন শান্তনু মিশ্র। ওড়িশার অধিনায়ক শুভ্রাংশু সেনাপতির সংগ্রহ অপরাজিত ১৫ বলে ৯ রান।
24 Jan 2023, 04:28 PM IST দ্বিতীয় উইকেট হারাল ওড়িশা
৩১.৩ ওভারে ইশান পোড়েলের বলে অভিষেকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সন্দীপ। তাঁর সংগ্রহ ৪৬ বল🌟ে ৩০। হ৮৩ রানে ২ উইকেট হারাল ওড়িশা।