রঞ্জি ট্রফি শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছিল বাংলা। চোটের জন্য ছিটকে যান মুকেশ কুমার। উত্তর প্রদেশ এবং হিমাচলের বিরুদ্ধে খলতে পারবেন না মুকেশ। এমনকি ভারতী𒀰য় ‘এ’ দলের খেলার জন্য প্রথম দুই ম্যাচে নেই অভিমন্যু ঈশ্বরন। তাঁর পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন মনোজ তিওয়ারি। উত্তর প্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও লড়াকু জয় পেয়েছে বাংলা।
মঙ্গলবার ঘরের মাঠে হিমাচেলর বিরুদ্ধে নামবে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। আর এই ম্যাচে নামার আগে ফের একবার হোঁচট খেল বঙ্গ ব্রিগেড। এবার হ্যামস্ট্রিংয়ে চোটের জন💛্য ছিটকে গেলেন পেসার প্রীতম চক্রবর্তী। উত্তর প্রদেশের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন প্রীতম। দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নেন প্রীতম। হিমাচলের বিরুদ্ধে ছিটকে যাওযায় স্বাভাবিক ভাবেই চাপে পড়ে গেল বাংলা দল।
আরও পড়ুন… ‘ARG vs FRA: আমার আফ্রি💦কান দল’, ফ্রান্সকে কেন এমন বললেন কেনিয়ার প্রেসিডেন্ট!
প্রীতমের বিরুদ্ধে কে খেলবেন তা এখনও জানাননি বঙ্গ কোচ। প্রীতম ছিটকে যাওয়ায় যে বেশ সমস্যায় বাংলা দল তা বলতে ভুললেন না মনোজদের হেড স্যার।ꩲ বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ লক্ষ্মীরতন বলেন, ‘প্রীতমের ছিটকে যাওয়া সত্যি দুঃখজনক ঘটনা। কিন্তু কিছু করার নেই। খেলতে গেলে চোট লাগবেই। এটা খেলার একটা অঙ্গ। গত ম্যাচে ও খুব ভালো বল করেছে। উইকেটও পেয়েছে। আমি চাইছিলাম না হিমাচলের বিরুদ্ধে বোলিং অর্ডারে কোনও পরিবর্তন করতে। কিন্তু কিছু করার নেই, বোলিং লাইন আপে পরিবর্তন করতে হবে। তবে প্রীতমের পরিবর্তে কে খেলবে তা এখনই ঠিক হয়নি। ম্যাচের আগে আমরা ঠিক করে নেব।’
সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে প্রীতমকে। সে দিক থেকে দেখতে গেলে নাগাল্🙈যান্ডের বিরুদ্ধেও খেলার সম্ভাবনা খুব কম বলে মনে করা হচ্ছে। উত্তর প্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলা। কিন্তু গত ম্যাচে প্রথম ইনিংসে সেই ভাবে ব্যাটিং করতে পারেনি বঙ্গ ব্যাটাররা। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক করে মনোজের দল। সেই ম্যাচের পরই মনোজ ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। এই ম্যাচে সম্ভবত অভিষেক দাসকে বসাতে পারেন লক্ষ্মী। কিন্তু তাঁর পরিবর্তে কে খেলবেন সেটাই এখন দেখার বিষয়। তবে ইশান🐻 পোড়েলের ফর্মে ফেরা অনেকটাই স্বস্তি দিয়েছে বঙ্গ টিম ম্যানেজমেন্টকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।