সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭১তম সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তবে এই তালিকায় অর্থাৎ সবচেয়ে বেশি সেঞ্চুরির ক্ষেত্রে শীর্ষে রয়েছে সচিন তেন্ডুলকরের নাম। এখন প্রশ্ন হল বিরাট কোহলি কি কখনও মাস্টার ব্লাস্টার্সকে এই রেকর্ডের লড়াই-এ টপকাতে পারবেন? বাইশ গজের কিং কোহলিকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন অস্ট্রꦦেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি বিশ্বাস করেন যে কোহলি এখনও সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন।
আইসিসির রিভিউতে পন্টিং বলেছিলেন যে ‘আপনি যদি আমাক🌺ে তিন বছর আগে জিজ্ঞাসা করতেন, আমি হ্যাঁ বলতাম। কিন্তু ঘটনা হল সে (কোহলি) গতি কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এখনও মনে করি এটি তার পক্ষে করা সম্ভব, এতে কোন সন্দেহ নেই।’
আরও পড়ুন… KKR-ই ভাগ্য বদলে দিয়েছে- জাতীয় দলে ফিরেই সমালোচকদের🐠 একহাত নিলেন উমেশ যাদব
রিকি পন্টিং আরও বলেন, ‘এখনও আমার মনে হয় তাঁর হাতে কয়েক বছর আছে। যদিও ৩০ সেঞ্চুরিও অনেক। হয়তো আগামী তিন বা চার বছরের জন্য বছরে পাঁচ বা ছয়টি টেস্ট সেঞ্চুরি। এ ছাড়া ওয়ানডেতে যদি ২-৩টি সেঞ্চুরি আর কিছু টি-টোয়েꦑন্টিতে আসে তাহলে তা সম্ভব। আমি কখনই অসম্ভব বলব না কারণ একবার সে তার ভূমিকায় চলে গেলে এটি দেখায় যে সে রানের জন্য কতটা ক্ষুধার্ত এবং সেজন্য আমি কখনই বলব না যে এটা হবে না।’
আরও পড়ুন… T20 WC 2022: উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘ🔥োষণা করল নিউজিল্যান্ড
লক্ষণীয়, প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় কোহলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক🧸 ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন। সামগ্রিকভাবে এটি ছিল ৭১তম সেঞ্চুরি। কোহলির এই সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন সকলে। এমন পরি💝স্থিতিতে আগামী সময়ে তাঁর ব্যাট হাতে আর কতগুলি সেঞ্চুরি দেখা যাবে সেটাই দেখতে হবে।
আরও পড়ুন… BCCI সভাপতি যদি এটা করেন 🉐তাহলে বাকিদের কি করে মানা করবেন! সৌরভকে গম্ভীরের কটাক্ষ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজে খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার 🎉বিরুদ্ধেও খেলবে ভারতীয় দল। এর পর আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হতে চলেছে। যেই খেলাটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এখন দেখার কোহলি কি পন্টিং-এর বিশ্বাস রাখতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।