রবিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের নিলাম হয়ে গেল। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে বসেছিল ক্রিকেটার বেচা-কেনার এই নিলাম।&nb🍬sp;পিএসএলের প্লেয়ার ড্রাফটের শীর্ষ ক্যাটাগরি প্লাটিনামের তালিকায় নাম ছিল ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের। কিন্তু ক্যারিবীয়ান তারকা ব্যাটসম্যানকে পিএসএল-এর ছয়টি ফ্র্যাঞ্চাইজির কোনও দলই নিতে আগ্রহ দেখায়নি।
&nbꦿsp;শুধু ক্রিস গেইলই নন, পিএসএলে দল পাননি পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ। দল পাননি পাকিস্তানের তারকা পেসার জুনায়েদ খানও। পিএসএলের প্লেয়ার ড্রাফটে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ককে পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কোন🅷ও দল নিতে আগ্রহ দেখায়নি।
ক্রিস গেইল মাহমুদউল্লাহ রিয়াদই নন, পিএসএলে দল পাননি আরও অনেক তারকা ক্রিকেটার। পিএসএলের নিলামে দল পাননি যারা দেখে নিন সেই �💮�তালিকা:-
প্লাটিনাম ক্যাটাগরি- ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা), ডেভিড উইলি (ইংল্যান্ড), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), মার্চান্ত ডি ল্যﷺাঙ্গে (দক্ষিণ আফ্রিকা), সন্দীপ লামিচিন (নেপাল), শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ), তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), থিসেরা পেরেরা (শ্রীলঙ্কা), টম ব্যান্টন (ইংল্যান্ড) ও টাইমাল মিলস (ইংল্যান্ড)।
ডায়মন্ড ক্যাটাগরি- আফসার জাজাই (আফগানিস্তান), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে), ফ্যাবিয়ান অ্যালান (ওয়েস্ট ইন্ডিজ), হামিদ হাসান (আফগানিস্তান), জেমস ফকনার (অস্ট্রেলিয়া) জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), লুইস♏ গ্রেগরি (ইংল্যান্ড), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), মিচেল ম্যাকক্লেনঘান (নিউজিল্যান্ড), নজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), নবীনুল হক (আফগানিস্তান), নিরোশন ডিকভেলা (শ্রীলঙ্কা), অলি রবিনসন (ইংল্যান্ড), ফিল সল্ট🌟 (ইংল্যান্ড), কায়েস আহমেদ (আফগানিস্তান), রিস টপলে (ইংল্যান্ড) ও শেলডন কটরিল (ইংল্যান্ড)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।