ব্রাজি🎀লে কোপা আমেরিকা আয়োজনের ঘোষণা দেওয়ার সময় কনমেবল কর্তৃপক🥂্ষ বলেছিল, ‘বিশ্বের সবচেয়ে নিরাপদ ক্রীড়া ইভেন্ট’ হতে চলেছে কোপা আমেরিকা। সেটা যে কত বড় ভুল ধারণা ছিল, তা দিনে দিনে প্রমাণ হচ্ছে। প্রতিযোগিতাটির দলগুলোর মাঝে করোনাভাইরাসে আক্রান্তের হওয়ার সংখ্যা বেড়েই চলছে। ভেনেজুয়েলা, কলম্বিয়া ও বলিভিয়ার পর এবার করোনাভাইরাস হানা দিয়েছে পেরু ও চিলি দলে।
কঠিন এই প𝄹রিস্থিতিতে দুই অতিথি দল কাতা𝕴র ও অস্ট্রেলিয়া নাম সরিয়ে নেওয়ায় প্রতিযোগিতাটি হচ্ছে ১০ দল নিয়ে। এর মধ্যে পাঁচটি দলেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বলিভিয়ার গুরুত্বপ🤡ূর্ণ সদস্য স্ট্রাইকার মার্সেলো মার্তি𒅌ন্স সহ দলটির তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দলটি জানায়, আর দুই খেলোয়াড় অস্কার রিবেরা ও জাউমে কুইয়ার নতুন করে আক্রান্ত হয়েছেন।
একই দিন চিলি তাদের দলের একꦡজনের কোভিড-১৯ পজিটি𒊎ভ হওয়ার কথা জানায়। তবে খেলোয়াড় নাকি অফিসিয়ালস, নিশ্চিত করেনি। আর্জেন্তিনার সঙ্গে ১-১ ড্র শুরু করে দলটি।
এর আগে খেলোয়াড়, অফিসিয়ালস ও হোটেল কর্মকর্তা মিলে কোপা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট মোট ৫২ জনের শরীরে পাওয়া গিয়েছিল করোনাভাইরাস। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁডജ়িয়েছে ৬৫।&✨nbsp;
কোপা আমেরিকার এবারের আসরটি হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্তিনায়। সরকারবিরোধী আন্দোলন চলায় কলম্বিয়াকে বাদ দেয় কনমেবল। করোনাভাইরাস পরিস্থিতি খারাপ থাকায় বাদ দেওয়♔া হয় আর্জেন্তিনাকেও। টুর্নামেন্ট শ♐ুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করে কনমেবল।
সিদ্ধান্তটি অনেককেই হতবাক করেছিল। কারণ আগে থেকেই ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়, এমনকি আর্জেন্তিনার চেয়েও খারাপ। কোভিড-১৯ ভাইরা😼সে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ লক্ষের কাছাকাছি মানুষ মারা গিয়েছেন। দেশটিতে দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে তারা শীর্ষে এবং বিশ্বে দ্বিতীয়।
এমন অবস্থায় কনমেবল কী ভাবে কোপা চালিয়ে যায় সেটাই দেখার। অনকেরই মত দুর্ঘটনা ঘটার আগে থামিয়ে দেওয়া হোক এই টুর্নামেন্ট। কারণ ১০টি দল টুর্নামেন্ট খেলছে তারমধ্যে ৫টি দলই বর্🔯তমানে করোনার গ্রাসে চলেগেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।