কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডা🔥র্বিশায়ারের বিরুদ্ধেﷺ খেলছে সাসেক্স। প্রথম ইনিংসে ডার্বিশায়ারের বিশাল ৫৫১ রানের জবাবে কার্যত একাই দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের দল সাসেক্সকে ম্যাচে টিকিয়ে রাখলেন মহম্মদ রিজওয়ান। ডার্বিশায়ারের বিরুদ্ধে এল তাঁর প্রথম কাউন্টি শতরান।
সাসেক্স ২৭ রানে দুই উইকেট হারানোর পর বেশ চাপেই ছিল। চার নম্বরে ব্য়াট কর๊তে নামেন সাসেক্সে♔র পাক তারকা রিজওয়ান। প্রথম ইনিংসের বিশাল চাপের বোঝা মাথায় নিয়ে একের পর এক সাসেক্স ব্য়াটাররা যখন নিরন্তর ব্যবধানে সাজঘরে ফিরে যাচ্ছে, সেই সময় রিজওয়ান একদিক একাই সামলে রাখেন। ২২৭ বলে ২২টি চারের সুবাদে ১৩০ রান করেন রিজওয়ান। তাঁর এই ইনিংসের সুবাদেই সাসেক্স প্রথম ইনিংসে ৩৩৭ রান তুলতে পারে।
আরও পড়ুন:- ভারতে এসে কোহলিদের খুব জ্বালিয়েছিলে🧸ন, সেই কিউয়ি তারকা কাউন্টি অভিষেকেই ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়
আরও পড়ুন:- ‘ইংল্যান্ডের ক্লা♌ব স্তরের ৩০ শতাংশ পরিকাঠামোও নেই পাকিস্তানে’, দাবি পাক তারকার
সাসেক্সের হয়ে রিজওয়ান বাদে অলিভার কার্টারের ৫৬ ও টম অলসপের ৪৪, উল্লেখযোগ্য রান বলতে এই। এছাড়া ডেলরে রলিন্স ৫৭ বলে ৩৭ রানের আগ্রাসী একটি ইনিংস খেলেন। প্রথম ইনিংসে বড় রানে পিছিয়ে থাকার পর, দ্বিতীয় ইনিংসে অবশ্য সাসেক্স বোলাররা ভাল বল করেন। তৃতীয় দিনের শেষে ১২৭ রানেই সাত উইকেট পড়ে যায় ডার্বির। তবে ম্যাচের শ🔴েষদিন রান তাড়া করে সাসেক্সের পক্ষে ম্যাচ জেতা কার্যত অসম্ভব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।