কাউন্টি মরশুমে প্রথমবার মাঠে নেমে ꦅউমেশ যাদব মন্দ বোলিং করেননি। উইকেট তোলেন উভয় ইনিংসেই। তবে দ্বিতীয় ইনিংসে মিডলসেক্সের হয়ে ভারতীয় পেসার ঝড় তোলেন ব্যাট হജাতে।
উমেশের ব্যাটের হাত যে মন্দ নয়, সেটা এতদিনে সবার জানা। বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। আইপিএলেও অনায়াসে ছক্কা হাঁকাতে দেখা🉐 যায় যাদবকে। উমেশ নিজের সেই ব্যাটিং দক্♛ষতারই ঝলক পেশ করেন ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে।
প্রথম ইনিংসে ৩ বল খেলে খাতা খুলতে পারেননি যাদব। ব্যাট করতে নেমেছিলেন ১০ নম্বরে। দ্বিতীয় ইনিংসেও দশ নম্বরেই ব্যাট করতে নামেন তিনি। তবে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আক্ষেপের বিষয় এ♐ই যে, সঙ্গীর অভাবে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি অধরা থেকে যায় যাদবের।
দ্বিতীয় ইনিংসে তিনি ৪১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। লিউক হলম্যান (৪৬) ছা꧟ড়া মিডলসেক্সের আর কোনও ব্য꧃াটসম্যান উমেশের থেকে বেশি রান করতে পারেননি।
উমেশ প্রথম ইনিংসে ১৪ ওভার বল করে ১টি মেডেন-সহ ৪৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৯ ওভার বল করে ৩টি ম🅰েডেন-সহ ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন।
মিডলসেক্সকে অবশ্য ম্যাচ হারতে💟 হয় ৭ উইকেটের ব্যবধানে। প্রথম ইনিংসে মিডলসেক্স ১৮৮ রানে অল-আউট হয়। জবাবে ওরচেস্টারশায়ার ১৯১ রান তোলে। দ্বিতীয় ইনিংসে মিডলসেক্স ২৪০ রানে গুটিয়ে যায়। শেষ ইনিংসে ওরচেষ্টার ৩ উইকেটে ২৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।