করোনা আক্রান্ত হলেন প্রাক্তন ভারতীয় ওপেনাꦛর চেতন চৌহান। ১৯৬৯ থেকে ১৯৮১ পর্যন্ত ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি ওয়ান ডে খেলেছেন চৌহান। এই সময়ে সুনীল গা𓃲ভাসকরের ওপেনিং পার্টনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
চৌহানই প্রথম ক্রিকেটার, যিনি কোনও সেঞ্চুরি না করে টেস্টে ২ হাজারেಌর বেশি রান করেন। টেস্টে ১৬টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ৩১.৫৭ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ২০৮৪ রান। চৌহানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৭ রানের।
গাভাসকরের সঙ্গে ৫৯টি ইনিংসে ওপেন করতে নেমেছেন চৌহান। দু'জনে জুটিতে সংগ্রহ করেছেন ৩০২২ রান। যার মধ্যে ১০ বার ১০০-র বেশি ಌরানের পার্টনারশিপ গড়ের তꦗাঁরা।
খেলা ছাড়ার পর রাজনীতিতে আসেন চৌহান। অতীতে তিনি লোকসভার সাংসদ ছিলেন।💞 ৭২ বছর বয়সী চৌহান এই মুহূর্তে উত্তরপ্রদেশের একজন মন্ত্রী। তিনি দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার প্রশাসক হিসেবেও কাজ করেছেন।
শুক্রবার চেতন চৌহানের করোনা টেস্ট করানো হয়। যার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি লখনউয়ের সঞ্জয় গ🍸ান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রা💛ক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সোশ্যাল মিডিয়ায় চৌহানের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। টুইটারে চোপড়া লেখেন, ‘চেতন চৌহান জি’ও করোনা পজিটিভ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার। কঠিন রাত। বিগ বি ও চেতন চৌহান জি একই দিনে করোনা পজিটিভ।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।