স্বস্তির হাওয়া আন্তর্জাতিক টেনিসমহলে। করোনামুক্ত হলেন সস্ত্রীক নোভাক জকোভিচ। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় জকোভিচ নিজেই জানিয়েছিলেন, তিনি করোনা পজিটিভ। জোকার এও জানিয়েছিলেন যে, করোনা আক্রান্ত তাঁর স্ত্রী জেলেনাও। ১০ দিন পরে বিশ্বের এক নম্বর টেনিস তারকার মিডিয়া টিম বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, নোভাক ও তাঁর স্ত্র🔥ী'র সাম্প্রতিক করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ।
করোনা মহামারির মাঝেই জকোভিচ সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় আয়োজন করেন আদ্রিয়া ট্যুর প্রদর্শনী টেনি🌃স টুর্নামেন্ট। সতর্কতা অবলম্বন না করায় টুর্নামেন্টে অংশ নেওয়া একাধিক টেনিস তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হন। জোকার নিজেও সংক্র⛦ামিত হন ভাইরাসে।
জকোভিচ ছাড়াও 🍸তাঁর আদ্রিয়া ট্যুরে অংশ নেওয়া তিন তারকা গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিচ 𝄹ও ভিক্টর ট্রোইকি করোনা পজিটিভ হন। সংক্রামিত হন জকোভিচের কোচ গোরান ইভানিসেভিচও, যিনি আদ্রিয়া ট্যুরের ডিরেক্টরের ভূমিকা পালন করছিলেন।
জকোভিচের এমন অবিবেচকের মতো কাজ অনেককে স্বস্থ্য সংকটে ফেলে দেওয়ায় দুঃখ প্রকাশ করেন টেনিস তারকা। নিজের ভুল স্বীকার করে জোকার ক্ষমা চেয়ে নিলেও আদ্রিয়া ট্যুর নিয়ে সমালোচনা হয় 🔴বিস্তর। ১৭টি মেজর জয়ী টেনিস তারকাকে আড়াল করতে কোর্টে নামেন স্বয়ং সার্বিয়ার প্রধানম💟ন্ত্রী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।