শুভব্রত মুখার্জি: আর কোনও ভাবেই ওল্ড ট্রাফোর্ডে মন টিকছে না পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের তরফে রোনাল্ডোকে রাখতে কম চেষ্টা করা হয়নি। আলোচনার পর আলোচনা। অনুরোধের পর অনুরোধ। কোনও কিছুতেই কর্ণপাত না করে এবার ক্লাবকেই তার সঙ্গে চুক্তি ভঙ্গ করার অনুরোধ জানিয়েছেন স্বয়ং রোনাল্ডো। কেরিয়ারের শেষ ভাগে এসে তিনি আর ইউরোপা লিগ নয় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান বলেই ম্যান ইউতে না থাকারౠ বিষয়ে তিনি অনড়।
প্রসঙ্গত মরশ🐈ুমের দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল ইউনဣাইটেড ছাড়তে চান রোনাল্ডো। সামনের🍰 মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছা রয়েছে পর্তুগিজ তারকার। তবে নতুন ক্লাব এখনও নির্দিষ্ট নয়। সেই কারণেও ইউনাইটেডকে চুক্তি বাতিলের অনুরোধ কর♎েছেন তিনি।
রোনাল্ডো ক্লাবকে জানিয়ে রাখে, ভালো প্রস্তাব এলে যেন তাঁকে যেন ছেড়ে দেয়া হয়। কিন্তু কোনও ক্লাব থেকেই𒀰 এখন পর্যন্ত তেমন প্রস্তাব আসেনি। কোনও বড় দলই তাঁকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। তার এজেন্ট জর্জ মেন্দেজ জানিয়েছেন, রোনাল্ডোকে যেন এই চুক্তি থেকে মুক্তি দেয়া হয়। ফলে আগামী মরশুমে সে চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনও একটি ক্লাবে যোগ দিতে পারবেন। ম্যান ইউয়ের সঙ্গে রোনাল্ডোর চুক্তির মেয়াদ আগামী বছরের জুলাই পর্যন্ত। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনি ৩ লাখ ৬০ হাজার ইউরো বেতন পান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।