বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মঞ্চেꦕ বাংলাকে গর্বে ভরিয়ে দিলেন অচিন্ত্য শিউলি। ভারোত্তলন ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য। আর তার পর থেকেই বাংলা সহ গোটা দেশের শুভেচ্ছার জোয়ারেꦦ ভাসছেন তিনি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক জিতেছে। যা সত্যিই আমাদের সকলের জন্য গর্বেরဣ মুহূর্ত। ওকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমার সাফল্য দেশের অগণিত ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনার ভবিষ্যতের জন্য অল দ্য বেস্ট!’
শুধু বাংলার মুখ্যমন্ত্রী একক নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 𒊎ভারতের প্রসিডেন্ট দ্রৌপদী মুর্মুও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন হাওড়ার দেউলপুরের ২০ বছরের তরুণকে।
আরও পড়ুন: বাবা ভ্যান চালাতেন, সংসার চলত ৫০০টাকায়, লড়াই করে সোনা জয়, তবু খু💃শি নন অচিন্ত্য
ঠিক ১১ দিন আগে ‘পেপটক’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 𒐪সেইসঙ্গে আশাপ্রকাশ করেছিলেন, কমনওয়েলথ গেমসে নিজের সেরাটা๊ উজাড় করে দেবেন অচিন্ত্য শিউলি। প্রধানমন্ত্রীর সেই আস্থা রাখলেন হাওড়ার ছেলে। পুরনো সেই ভিডিয়ো শেয়ার করে মোদী লিখেছেন, ‘আমাদের দল কমনওয়েলথ গেমসের জন্য রওনা হওয়ার আগে, আমি অচিন্ত্য শিউলির সঙ্গে কথা বলেছিলাম। ওর মা এবং ভাইয়ের কাছ থেকে ও যে সমর্থন পেয়েছিল, তা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আমি আশা করি, পদক জয়ের পর ও এখন একটি ছবি দেখার সময় পাবে।’
দ্রৌপদী মুর্মু আবার টুইট করে লিখেছেন, ‘অচিন্তা শিউলি কমনওয়েলথ গেমসে সোনা জিতে এবং তেরঙ্গা উঁচু করে ভারতকে গর্বিত করেছে। নিজের ব্যর্থতা পিছনে ফেলে ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলে এবং শীর্ষেꦬ জায়গা করে নিলে। তুমি হলে চ্যাম্পিয়ন। যে ইতিহাসও রচনা করেছে। আন্তরিক অভিনন্দন!’
অচিন্ত্য স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ড ꧂গড়েন। তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে⛄ নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য।
আরও পড়ুন: বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে গ💜েমসে সোনা জিতে রেকর্ড হাওড়ার অ🍨চিন্ত্যর
স্ন্যাচে 🌺নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন অচিন্ত্য। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার শাদ ডারসিগনি।
ক্লিন অꦑ্যান্ড জার্কের 👍প্রথম প্রচেষ্টায় অতিন্ত্য ১৬৬ কেজি ভার তোলেন এবং সেই সঙ্গে সার্বিকভাবে গেমস রেকর্ড গড়ে ফেলেন। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তোলার চেষ্টা করে ব্যর্থ হন। অচিন্ত্য তৃতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তুলতে সক্ষম হন। সুতরাং, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলে বাজিমাত করেন ভারতীয় তারকা, যা সার্বিকভাবে কমনওয়েলথ গেমস রেকর্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।