শেষরক্ষা হল না। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে স♔োনা জয়ের স্বপ্ন পূরণ হল না ভারতের। গোল্ড মেডেল ম্যাচে মালয়েশিয়ার কাছে ভারত ১-৩ ব্যবধানে হেরে যাওয়ায় এবারের মতো রুপোর পদক নিয়েই স✱ন্তুষ্ট থাকতে হল সিন্ধু-শ্রীকান্তদের।
ভারত শুধু ওমে𒈔নস সিঙ্গলসে জয় তুলে নেয়। হেরে যায় মেনস সিঙ্গলস, মেনস ডাবলস ও ওꦰমেনস ডাবলসে। উল্লেখ্য, গোল্ড কোস্টের গত কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিল ভারত।
বার্মিংহ্যামের গোল্ড মেডেল ম্যাচে ভারতের পারফর্ম্যান্স:-
মেনস ডাবলসে হেরে যায় ভারত: সত্যিক সাইরাজ রানকিরেড্ডি ও চির⭕াগ শেট্টি জুটি লড়াইয়ে নামেন বিশ্বের ৬ নম্বরে মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া ও সো উই য়িকের বিরুদ্ধে। ভারতীয় জুটি ১৮-২১, ১৫-২১ স্ট্রেট গেমে হার মানেন। ভারত টাইয়ে ০-১ ব্যবধানে পিছি🦹য়ে পড়ে।
ওমেনস সিঙ্গলসে জয় তুলে ভারত: পিভি সিন্ধু ওমেনস সিঙ্গলসে ২২-২০, ২১-১৭ স্ট্রেট গেমে হারিয়ে দেন বিশ্বের ৬০ নম্বর মালয়েশিয়ান তারকা গো জিন ওয়েইকে। ভারত টাইয়ে ১-১ সমতা✤ ফেরায়।
আরও প꧙ড়ুন:- Silver Medal For India: ভারোত্তলন থেকে পদকের বৃষ্টি, রুপো জ🌺িতলেন বিকাশ ঠাকুর
মেনস সিঙ্গলসে হেরে যায় ভারত: কিদাম্বি শ্রীকান্ত মেনস সিঙ্গলসে ১৯-২১, ২১-৬, ১৬-২১ গেমে হেরে যান বিশ্বের ৪২ নম্বর মালয়েশিয়ান তারকা জে ইয়ংয়ের কাছে। ভারত টাইয়ে ১-২ ব্যবধানে পিছিয়ে প𒆙ড়ে।
ওমেনস ডাবলসে হেরে যায় ভারত: গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি ১৮-২১, ১৭-২১ গেমে হার মানেন বিশ্🅠বের ১১ নম্𒈔বর মালয়েশিয়ান জুটি মুরলিধরন থিনা ও কুং লি তানের কাছে। ভারত ১-৩ ব্যবধানে টাই হারে।
কোন পথে রুপো এল ভারতের ঘরে:-
এ-গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে পরাজিত করে।
এ-গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়ে দেয়।
এ-গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয়।
কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে।
সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে পরাস্ত করে।
ফাইনালে মালয়েশিয়ার কাছে ১-৩ ব্যবধানে হার মানে।
আরও পড়ুন:- CWG 2022: 🎃ফের নিরাশ করলেন দ্যুতি চাঁদ, কমনওয়েলথ গেমসের হিট থেকেই ছিটকে গেলেন
উল্লেখ্য, চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন থেকে প্রথম পদক জিতল ভারত। সাไর্বিকভাবে এবারের কমনওয়েলথ গেমসে ভারতের এটি ১৩ নম্বর মেডেল। পঞ্চম দিনের শেষে ভারত ৫টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে। ৩টি সোꦬনা এসেছে ভারোত্তলন থেকে। এছাড়া লন বলস ও টেবিল টেনিস থেকে এসেছে ১টি করে সোনা।
ভারোত্তলন থেকে এসে📖ছে ৩টি রুপো। ব্যাডমিন্টন ছাড়া ১টি রুপো এসেছে জুডো থেকে। ভারোত্তলন থেকে এসেছে ২টি ব্রোঞ্জ পদক। ১টি ব্রোঞ্জ এসেছে জুডো থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।