কিছুদিন আগেই নিজের ৪৫তম জন্মদিনে কাউন্টি ღক্রিকেটের এক ইনিংসে ৫ উইকেট নিয়ে নজির গড়েন ড্যারেন স্টিভেন্স। মাস ঘুরতে না ঘুরতে ফের রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন কেন্টের অভিজ্ঞ অল-রাউন্ডার। গ্ল্যামারগনের বিরুদ🍷্ধে কাউন্টি ম্যাচে ঝোড়ো শতরান করেন তিনি।
অবশ🦹্য বলা ভালো যে, নিশ্চিত দ্বি-শতরান হাতছাড়া𒊎 করেন স্টিভেন্স। যদিও সবথেকে বেশি বয়সে কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তাঁর দখলেই। এবার স্টিভেন্স ছুঁয়ে ফেললেন ক্রিস বল্ডারস্টোনের অনবদ্য নজির।
বল্ডারস্টোন ১৯৮৬ সালে লেস্টারের হয়ে সাসেক্সের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করেছিলেন ৪৫ বছর বয়সে। এবার স্টিভেন্স ৪৫ বছর বয়সে কাউন্টিতে শতরান করে চমকে দেন সকলকে। যদিও চলতি মরশুমে এটি তাঁর প্রথম শতরান নয়। এর আগে নর্দ্যান্টসের বিরুদ্ধে তিন অঙ্কের ইনিংস খেলেছ🐈িলেন স্টিভেন্স।
গ্ল্যামারগনের বিরুদ্ধে ৯টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৯২ বলে ব্যক্তিগত শত﷽রান পূর্ণ করেন ড্যারেন। ১১৭ বলে টপকে যান ১৫০ রানের গণ্ডি। শেষমেশ তিনি ১৪৯ বলে ১৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিজ ছাড়েন। ধ্বংসাত্মক ই✨নিংসে তিনি ১৫টি চার ও ১৫টি ছক্কা মারেন। মাত্র ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি মাঠে ফেলে আসেন স্টিভেন্স। তাঁর উইকেটটি তুলে নেন মার্নাস ল্যাবুশান।
প্রথম শ্রেনীর ক্রিকেটে স্টিভেন্স এদিনই ১৬ হাজার রানের মাইলস্টোন টপকে যান। এই ইনি♛ংসের পর তাঁর কেরিয়ারের সার্বিক ফার্স্𝓰ট ক্লাস রান দাঁড়ায় ১৬১৩০। এটি তাঁর কেরিয়ারের ৩৬তম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি।
মূলত ড্যারেনের ব্যাটে ভর করেই কেন্ট প্রথম ইনিংসে ৩০৭ রান তোলে। ল্যাবুশান ২টি উইকেট নেন। উল্লেখযোগ্য বিষয় হল, গ্ಞল্যামারগন পালটা ব্যাট করতে নামলে ল্যাবুশ⛄ানের উইকেটটি তুলে নেন স্টিভেন্সই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।