শুভব্রত মুখার্জি
ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল ভারতের হয়ে দুবার অলিম্পিক গেমসে পদকজয়ী পিভি সিন্ধুকে। এদিন প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে হেরে যান পিভি সিন্ধু। বিশ্ব ক্রমতালিকায় ৫ নম্বরে𒁏 থাকা কোরিয়ার আন-সে-ইয়াংয়ের সামনে কার্যত দাঁড়াতে পারেননি সিন্ধু।
অগস্টে 𓆉অলিম্পিক গেমসে পদক জয়ের পরে এই প্রথম কোনও টুর্নামেন্টে খেলতে নামেন সিন্ধু। তবে বিশ্ব ক্রমতালিকায় ৮ নম্বরে থাকা সিন্ধুকে ১১-২১, ১২-২১ ফলে সহজেই হারিয়ে দেন আন। ম্যাচটি শেষ করতে মাত্র ৩৬ মিনি📖ট সময় নেন আন। উল্লেখ্য আজ থেকে দুই বছর আগে ডেনমার্ক ওপেনেই আনের কাছে স্ট্রেট গেমে হেরেছিলেন সিন্ধু।
এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আন। মাত্র ৬ মিনিটের মধ্যেই প্রথম গেমে ৭ পয়েন্টের বড় ব্যবধ♌ানে এগিয়ে যান তিনি। সিন্ধু নেটে খেলাটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে বেশ কিছু আনফোর্সড এরর তাঁকে ম্যাচে ক্রমশ পিছিয়ে দেয়। এরপরে বেশ কিছু পয়েন্টে 'হাই লিফ্ট' খেল🔴ে সিন্ধু ম্যাচে ফেরার চেষ্টা করলেও এদিন দুরন্ত ছন্দে থাকা আনের সামনে এটে উঠতে পারেননি।
অন্যদিকে সমীর বর্মা ২১-১৪, ২১-১৮ ফলে হারিয়ে দেন অ্যান্ডার্স অ্যান্টনসেনকে। ৫০ মিনিটে তিনি ম্যাচটি জিতে কোয✃়ার্টার ফাইনালে প্রবেশ করলেও অপর ভারতীয় লক্ষ্য সেন এদিন হেরে যান। ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে ২১-১৫,২১-৭ ফলে হেরে যান লক্ষ্൲য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।