শুভব্রত মুখার্জি: মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে কার্যত স্ব𝄹প্নের ইনিংস খেলেছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। তার শটের টাইমিং ছিল দেখার মতো। ধারাভাষ্যকার থেকে বিশেষজ্ঞ সকলে ধরেই নিয়েছিলেন ফের একটি টেস্ট শতরান যুক্ত হতে চলেছে ঋষভের ঝুলিতে। সেই সময়েই ঘটে যায় অঘটন। ৯৭ বলে ৯৬ রান করে আউট হন পন্ত। শতরান মিস করে পন্ত এতটাই হতাশ ছিলেন যে আউট হওয়ারܫ পরে তিনি পিচেই ব্যাটে ভর দিয়ে মাথা নিচু করে কয়েক সেকেন্ড বসে ছিলেন।
পন্তের যেন বিশ্বাসই হচ্ছিল না তিনি আউট হয়ে গিয়েছেন। শতরানের দোরগোড়ায় পৌঁছেও শতরান না করতে পারার ফলে দৃশ্♎যতই হতাশ ছিলেন তিনি। ২৪ বছর বয়সী পন্তের ইনিংসে এদিন সাজানো ছিল ৯ টি চার এবং ৪ টি ছয় দিয়ে। এদিন ৯০'র ঘরে পৌছানোর পরে পন্তকে একটু নার্ভাস দেখিয়েছে।
ম্যাচের ৮১ তম ওভারের শেষ ব🌟লে সুরঙ্গ লাকমলের বলে বোল্ড আউট হন পন্ত। নতুন বল হাল্কা সুইং করে ভিতরের দিকে ঢুকে আসার পরে সেই সুইংকে কভার করতে পারেননি পন্ত। ফলে তাকে হারাতে হয় তার অফ স্ট্যাম্প। আউট হওয়ার পরে ভেঙে পরেন পন্ত। ঋষভ আউট হওয়ার পরে ড্রেসিংরুমে বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের মুখেও ধরা পড়ে বিষন্নতা। অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা যায় থমথমে মুখে বসে রয়েছেন ড্রেসিংরুমে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।