শুভব্রত মুখার্জি: চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত ইতিমধ্যেই টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। এরপর বৃহস্পতিবার ♔হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভ♓ারতীয় দল টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুইবারের টি-২০ বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ানদের। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসি হাসে ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক টি-২০'তে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে তৃতীয়বার হারের সম্মুখীন হতে হল টিম ইন্ডিয়াকে।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পুরুষদের আন্তর্জাতিক টি-২০'তে প্রথমবার রান তাড়া করে ভারত হেরেছিল ২০১৪ সালে। ব্রিজটাউনে সেই ম্যাচে ভারত রান তাড়া করে লক্ষ্যমাত্রা থেকে ১৪ রান দূরেই থেমে গিয়েছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটে এর ঠিক দুই বছর বাদে ২০১৬ সালে। সেবার লাউডারহিলে কঠিন লড়াইয়ের পরে ভারতকে হারতে হয়൩েছিল মাত্র ১ রানে। আর এই তালিকাতেই যুক্ত হল বৃহস্পতিবারের ম্🐟যাচটি। এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ও ভারতকে হারতে হল চার রানে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের নির্ধারিত ২০ ওভার খেলে তারা করে ১৪৯ রান। তাদের হারাতে হয় ৬ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন দলনায়ক রোভম্যান প꧃াওয়েল। মাত্র ৩২ বলে ৪৮ রান করেছেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং তিনটি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দেন বাঁহাতি কিপার ব্যাটার নিকোলাস পুরান। মাত্র ৩৪ বলে ৪১ রান করেন তিনি। তিনি হাঁকিয়েছেন দুটি চার এবং দুটি ছয়। এছাড়াও ওপেনার ব্র্যান্ডন কিং ১৯ বলে ২৮ রান করেন। ইনিংস শেষে ছয় রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। ১৫০ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের শুরুটা খুব খারাপ হয়। মাত্র ২৮ রানের মধ্যে দুই ওপেনার ইশান কিষান এবং শুভমন গিল আউট হয়ে যান। এরপর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। সূর্য করেন ২১ বলে ২১। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন তিলক বর্মা। মাত্র ২২ বলে দুটি চার এবং তিনটি ছয়ের মধ্যে দিয়ে ৩৯ রান করেন তিনি। এছাড়াও অধিনায়ক হার্দিক পান্ডিয়া (১৯), সঞ্জু স্যামসন(১২), অক্ষর প্যাটেল(১৩), আর্শদ🍃ীপ সিং(১২) সকলেই দুই অঙ্কের রান করলেও ভারতের হয়ে কাঙ্ক্ষিত জয় আনতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয় এবং রোমারিও শেফার্ড। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জেসন হোল্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।