ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট প্রেমীরা খুব কম সময়েই রেগে যেতে দেখেছেন। মাঠে হোক বা মাঠের বাইরে, এমএস ধোনিকে সবস🔥ময় শান্ত দেখায়। এই কারণে তাঁকে ক্যাপ্টেন কুলও বলা হয়ে থাকে। কারণ তাঁকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত মনে হয়। তবে, এখন তিনি ব্যাখ্যা করেছেন কেন তিনি রাগ করেন না বা কেন তিন𝔍ি মাঠে শান্ত থাকেন।
এমএস ধোনি বলেছেন যে তিনি সবসময় তাঁর আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কারণ তিনিও একজন মানুষ। ‘ক্যাপ্টেন কুল’ ধোনি যখন দর্শকদের জিজ্ঞেস করেছিলেন, ‘আপনারা ক'জন মনে করেন যে আপনার বস শান্ত?’ এই প্রশ্নের জবাবে কয়েকটি হাত উঠেছিল। এটা দেখে ধোনি কটাক্ষ করেছিলেন, ‘হয় তারা ব্রাউনি পয়েন্ট তৈরি করতে চায় বা তারা🌸 নি🦋জেরাই মালিক।’
আরও পড়ুন… ভিডিয়ো: বোল্ড♑ হলেন ফিঞ্চ, মাটিতে পড়লেন স্মিথ! দেখুন বুমরাহের🃏 বিষাক্ত ইয়র্কার
মহেন্দ্র সিং ধোনি আরও বলেছিলেন, ‘সত্যি বলতে, আমরা যখন মাঠে থাকি, আমরা কোনও ভুল করতে চাই না, তা মিসফিল্ডিং হোক, ক্যাচ ড্রপ হোক বা অন্য কোনও ভুল।’ লাইভফাস্টে ধোনি বলেন, ‘আমি সবসময়ই জানার চেষ্টা করি কেন একজন খেলোয়াড় ক্যাচ ড্রপ করল বা কেন কেউ মিসফিল্ড করল? রেগে যাওয়ার কোনও মানে হয় না। ইতিমধ্যেই চল্লিশ হাজার মানুষ স্ট্যান্ড থেকে দেꩲখছেন এবং কোটি কোটি মানুষ ম্যাচ দেখছেন। আমরা দেখছি। (টিভি, স্ট্রিমিং প্ল্যাটফর্মে)। আমাকে দেখতে হয়েছিল কী কারণ ছিল (ফিল্ডিং মিস হওয়ার জন্য)।’
মহেন্দ্র সিং ধোনি আরও বলেন, ‘আমি আপত্তি করি না য๊দি কোনও খেলোয়াড় মাঠে শতভাগ মনোযোগী থাকে এবং তারপরও একটি ক্যাচ মিস করে। তবে, আমি এটাও দেখতে চাই যে অনুশীলনের সময় সে কতটি ক্যাচ নিয়েছে। এই বিষয়টি তার হাতে নেই। কোন সমস্যা রয়েছে এবং সে ভালো হওয়ার চেষ্টা করছে কি না। আমি ফেলে দেওয়া ক্যাচের দিকে মনোযোগ না দিয়ে এই সব দিকে মনোযোগ দিতাম। হয়তো আমরা তাঁর কারণে ম্যাচ হেরেছিলাম, কিন্তু সবসময় তাঁকে জানতে চাওয়ার চেষ্টা করি।’
আরও পড়ুন… IND vs AUS: রোহিত নয়, ম্যাচের রঙ বদলে দিয়েছেন এই ক্🦹রিকেটার! ফিঞ্চের স্বীকারোক্তি
মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আমিও একজন মানুষ। আপনারা সবাই যেমন অনুভব করেছেন, আমিও ভিতর থেকে অনুভব করব। আপনারা যখন বাইরে গিয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলবেন তখন আপনাদের খারাপ লাগবে। আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করি, তাই আমাদের খারাপ লাগs, কিন্তু আমরা সবসময় জেতার চেষ্টা♑ ক🍬রি। নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করুন। বাইরে বসে বলা সবসময়ই সহজ যে আমাদের একটা নির্দিষ্ট উপায়ে খেলা উচিত ছিল, কিন্তু এটা কাজে করা ওতোটা সহজ নয়। আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রাও আমাদের দেশের প্রতিনিধিত্ব করছে। খেলায় মাঝে মাঝে উত্থান-পতন হবেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।