টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির দু'টি দুরন্ত ছক্কা ভুলতে পারছেন না হারিস রউফ। নতুন করে সেই ছক্কার প্রসঙ্গই তিনি টেনে এনেছে🍸ন। তবে তিনি বলে দিয়েছেন যে, বিরাট কোহলি তাঁকে একবার ছক্কা মেরেছিলেন। কিন্তু এখন আর তিনি রউফকে সেই ভাবে ছক্কা মারতে পারবে না। কারণ হারিস রউফের মতে, এমন শট বারবার হয় না💟।
আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ওই ম্যাচে একটা সময়ে পাকিস্তান বেশ 𒆙ভালো জায়গায় ছিল। টিম ইন্ডিয়ার চার উইকেট খুব দ্রুত পড়ে গিয়েছিল। কিন্তু এর পরে বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া জুটিতে অসাধারণ পারফরম্যান্স করেন। সেই সঙ্গে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তাঁরা। সেই ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া।
আরও🅺 পড়ুন: ওয়াইড না দেওয়ায় আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শাকিব, জড়ালেন নতুন বিতর্কে- ভিডিয়ো
জয়ের জন্য শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩১ রান। এই পরিস্থিতিতে ১৯তম ওভারে বল করতে আসেন হারিস রউফ। প্রথম চারটি বল খুব ভ♈ালো করেন। তখন জয়ের জন্য বড় শট খেলা দরকার ছিল ভারতের। ১৯তম ওভারে রউফের শেষ দুই বলে দুর্দান্ত দু'⭕টি ছক্কা হাঁকান বিরাট কোহলি। তার মধ্যে প্রথম ছক্কাটি ছিল অসাধারণ। সকলেই তাঁর সেই ছক্কা দেখে চোখ কপালে তুলেছিলেন।
💙আরও পড়ুন: যে ভাব🤡ে খেলেছি,তাতে অনেক ইতিবাচক দিক ছিল- T20-তে হেরে ODI-কে আঁকড়ে ধরছেন শানাকা
তবে হারিস রউফ আত্মবিশ্বাসী, কোহলি আর তাঁকে সে রকম ছক্কা হাঁকাতে পারবেন না। পাকিস্তানের একটি টিভি অনুষ্ঠানে হারিস রউফকে ওই ছক্কার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলে দেন, এমন ছক্কা আর মারতে পারবেন না রউফ। তাঁর দাবি, ‘যখন ওটা ছয় হয়ে গেল, তখন খুব কষ্ট হয়েছিল। আমি কিছু ♊বলিনি। কিন্তু এটা আমাকে ব্যক্তিগত ভাবে আঘাত করেছিল। আমি ভেবেছিলাম কিছু ভুল হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘যাঁরা ক্রিকেট দেখেন তাঁরা জানেন, বিরাট কোহলির কোন স্তরের খেলোয়াড়। তিনি তখন ওই শট খেলেছিলেন ঠিকই, তবে আমার মনে হয় না, আবার ওই ভাবে তিনি শট মারতে পারবেন। এই ধরনের শট খুব কঠিন। আপনি বারবার সেই শট মারতে পারবেন না। ওঁর টাইমিং নিখুঁত ছিল এবং ত✤িনি দুরন্ত ছক্কা হাঁকিয⛄়েছিলেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।