গত এপ্রিল মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ৬.১ ওভার 🦹বল করে ২টি মেডেন-সহ মাত্র ৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন থিপাতচা পুত্থাওং। মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি এখনও পর্যন্ত ষষ্ঠ সেরা বোলিং পারফর্ম্যান্সের রেকর্ড। সেই রেশ কাটার আগেই থাইল্যান্ডের ১৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার ফের রেকඣর্ড বইয়ে নিজের নাম লিখিয়ে নিলেন।
শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ ম্যাচে মাঠে নেমে এমন এক নজির গড়েন থিপাতচা, যা আন্তর্জাতিক ক্রিকেটে গুটিকয় ক্রিকেটারের রয়েছে। আসলে নেদারল্൩যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে তিনি টানা চারটি বলে চারটি উইকেট তুলে নেন। ম্যাচে সাকুল্যে ৩.৫ ওভার ব🐼ল করে মাত্র ৮ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন তিনি।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। প্রথম ইনিংসের ১১.১ ওভারে থিপাতচা বোল্ড করেন ফ্রেডেরিক ওভারডিককে। পরে ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে (১৭.২, ১৭.৩, ১৭.৪ ও ১৭.৪ ওভꦛারে) থাইল্যান্ডের তারকা স্পিনার সাজঘরে ফেরান যথাক্রমে ফেবে মলকেনবার,🌱 মিকি জুইলিং, হ্যানা ল্যান্ডহির ও ক্য়ারোলিন ডি'ল্যাঙ্গকে। উল্লেখযোগ্য বিষয় হল, চারজন ব্যাটারকেই তিনি বোল্ড করে সাজঘরে ফেরান। অর্থাৎ, ম্যাচে থিপাতচা ৫টি উইকেটই তুলে নেন বোল্ড আউট করে। থাই তারকার এটিই টি-২০ কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স।
আন্তর্জাতিক ত্রিকেটে কতজন বোলার ৪ বলে ৪ উইকেট নিয়েছেন:-সব ফর্ম্যাট মিলিয়ে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মোট ৭ জন বোলার পরপর চার বলে ৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। মেয়েদের ক্রিকেটে তিনজন ও ছেলেদের ক্রিকেটে চারজন বোলারেরꦡ এমন নজির রয়েছে। এছাড়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে একজন বোলার টানা ৪ বলে ৪ উইকেট নিয়েছেন।
থিপাতচার আগে মেয়েদের আন্তর্জাতিক 🔴ক্রিকেটে জার্মানির অনুরাধা ডোডাবল্লাপুর ও বতসোয়ানার শামিলা মসেউ এমন কৃতিত্ব অর্জন করেছেন। অনুরাধা ২০২০ সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে এমন কৃতিত্ব অর্জন করেন। শামিলা ২০২১ সালে মোজাম্বিকের বিরুদ্ধে এমন অনবদ্য নজির গড়েন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।