ফের থরথর করে কাঁপছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে♓ও বেহাল দশা প্যাট কামিন্সের টিমের। ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানেই চার উইকেট হারিয়ে বসে রয়েছে অজিরা। তাদের সামনে এখন ইনিংসে হারের ভ্রুকুটি।
২৭৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার রান তুলতে নাভিশ্বাস দশা হয়েছে। ম্যাঞ্চেস্টার টেস্টে তৃতীয় দিনের শেষে ꦛঅস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১১৩ রান। এখনও ♍তারা ১৬২ রানে পিছিয়ে রয়েছে।
দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৩৮৪ রান। হ্যারি ব্রুক (১৪) এবং বেন স্টোকস (২৪) ক্রিজে ছিলেন। তৃতীয় দিনের খেলা শুরুর আগে ꩲইংল্যান্ডের একটাই লক্ষ্য ছিল, যতটা সম্ভব গতিতে রান তোলা। যেমন ভাবনা, তেমন কাজ। দ্বিতীয় দিন যে ভাবে শেষ করেছিল, সে ভাবেই তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। প্রথম থেকেই ইংল্যান্ডের খেলার মধ্যে ছিল একটা আগ্রাসী মেজাজ। মাত্র ২.৪ ওভারেই চারশো রা💟নে পৌঁছে যায় ইংল্যান্ড। বেন স্টোকস চালিয়ে খেলছিলেন। আর ব্রুকস হাল ধরে রেখেছিলেন। তবে অর্ধশতরান করার পরেই আউট হন স্টোকস। পাঁচটি চারের হাত ধরে ব্রিটিশ অধিনায়ক ৭৪ বলে ৫১ করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন।
আরও 🎉পড়ুন: ৯ বছরেও ফ𒐪াঁড়া কাটল না, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফের রানআউট কোহলি
এর পর ব্রুক ফেরেন ৬১ (১০০ বলে) করে। জোশ হ্যাজলেউডের বলে মিচেল স্টার্ককে ক্যাচ দেন ব্রুক। ব্রুক দলের ৪৭৪ রানে আউট হয়ে যান। এর পর ৫০৬ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় ইংল্যান্ড। ক্রিস ওকসকে খালি হাতে ফেরান হ✱্যাজলেউড। আর মার্ক উডকে (৬ রান) বোল্ড করেন তিনি। সেই সময়ে জনি বেয়ারস্টোর হাল ধরেন। তাঁর খারাপ উইকেটকিপিং, তাঁর ফর্ম- সব কিছু নিয়ে সমালোচনা চলছিল। তাঁরই জবাব দেওয়ার জন্য তিনি এদিন যেন নিজেকে নিংড়ে দেন। তবে তাঁর ভাগ্য খারাপ তাঁর ৯৯ রানের মাথায় গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। কেউ তাঁকে ১০০ হওয়ার জন্যও সঙ্গত করতে পারেননি।
আরও পꦍড়ুন: PCB-কে ডজ দিয়ে আগেভাগেই Asia Cup-এর সূচি প্রকাশ ꦉজয় শাহের, রাগে ফুঁসছে পাকিস্তান
১০টি চার এবং চারটি ছয়ের হাত ধরে মাত্র ৮১ বলে ৯৯ করে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। একশো রান আর তাঁর করে ওঠা হয়নি। মাঝে স্টুয়ার্ট ব্রড ১০ বলে ৭ রান করে হ্যাজলেউডের বলেই আউট হয়ে যান। এর পরেও ১০৮তম ওভারের তৃতীয় বলে দু’রান নিতে গিয়েছিলেন বেয়ারস্টো। তা হলেই শতরান পূরণ হয়ে যেত তাঁর। কিন্তু অস্ট্রেলিয়ার ফিল্ডারের দক্ষতায় দু’রান নিতে পারেননি। ফলে ক্যামেরন গ্রিনের সেই ওভারে অ্যান্ডারসনকে তিনটি বল খেলতে হত। ১৮ বলে ৫ করে এলবিডব্লিউ হন অ্যান্ডারসন। ডিআরএস নিয়েও লাভ হয়নি। অধরা থেকে যায় বেয়ারস্টোর সেঞ্চুরি। ৫৯২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অজিদের হয়ে হ্যাজলেউড একাই পাঁচ উইকেট নেন। ২টি করে 𝄹উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিন। এক উইকেট নিয়েছেন প্যাট 🐻কামিন্স।
২৭৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ফের বিপর্যের মুখে পড়ে অস্ট্রেলিয়া। মার্ক উডের আগুনে পারফরম্যান্সে কোণঠাঁসা অজিরা। দলের ৩২ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। মার্ক উডের বলের সুইং বুঝতে না পেরে উসমান খোয়াজা খোঁচা মেরে উইকেটকিপাꦓর বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসেও ডেভিড ওয়ার্নারের তথৈবচ দশা। ৫৩ বলে ২৮ করে সাজঘরে ফেরেন তিনি। ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে যান তিনি। স্টিভ স্মিথও এদিন ব্যর্থ হন। ৩৮ বলে ১৭ করে আউট হন স্মিথ। উডের বলে বেয়ারস্টো ক্যাচ ধরেন স্মিথের। ট্রেভিস হেড মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। উডের বলে ডাকেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘ🍰রে ফেরেন। তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন রয়েছেন মার্নাস ল্যাবুশেন (৪৪ রান) এবং মিচেল মার্শ (১ রান)। ইনিংসে হার বাঁচাতে পারবে তো অজিরা?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।