জুনের শুরুতে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় জোশ টাঙ্গের। ২৫ বছরের ডানহাতি পেসার নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে 💃একাই নেন ৫টি উইকেট।
এমন চমকপ্রদভাবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করা পেসারের উপরে ইংল্যান্ড আস্থা রাখে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে। চোট পাওয়া মইন আলির বদলে 🔜সেই লর্ডসেই ফের জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়ে যান টাঙ্গ। সুযোগটাকে যেভাবে কাজে লাগাচ্ছে তিনি, তাঁকে লম্বা রেসের ঘোড়া বলে 🌊মনে হচ্ছে এখন থেকেই।
লর্ডসে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া শক্তপোক্ত ভিত গড়ে ফেলে। শেষমেশ জোশ টাঙ্গ ইংল্যান্ডকে দিনের তথা ম্যাচের প্রথম সাফল্য এনে দেন। ২৩.১ ওভারে নিয়ন্ত্রিত ইনসুইংয়ে অজি ওপ🅠েনার উসমান খোয়াজাকে পরাস্ত করেন তিনি।
বল অফ-স্টাম্পের বাইরে ড্রপ করেছে দেখে খোয়াজা তা খেলার চেষ্টাই করেননি। তবে জাজমেন্ট দিয়ে বোল্ড হতে হয় তাঁকে। বল হঠাৎ ෴করে বাঁক নিয়ে অফ-স্টাম্পের ঠিক ডগায় গিয়ে লাগে। আউট হওয়ার পরে খোয়াজাকে রীতিমতো হতবাক দেখায়। ৭০ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন উসমান। অস্ট্রেলিয়া দলগত ৭৩ রানের মাথায় প্রথম উইকেট খোয়ায়।
পরে ২৯.৫ ওভারে জোশ টাঙ্গ ফের সাফল্য এনে দেন ইংল্যান্ডকে। এবার যে ডেলিভারিটিতে তিনি ডেভিড ওয়ার্নারকে পরাস্ত করেন, তাকে পেসারদের জন্য ড্রিম ডেলিভারি বলাই উচিত হবে। খোয়াজার মতো বাঁ-হাতি ওয়ার্নারকেও ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন টাঙ্গ। তবে এবার বলের কুল-কিনারা খুঁজে পাননি ডেভিড। বল অফ-স্টাম্পের অনেক বাইরে থেকে বাঁক নিয়ে মিডল স্টাম্পে গিয়ে লাগে। ওয়ার্নার বলের লাইন অনুমান করে ব্যাট চালান। তবে বল এতটাই সুইং করে যে, তা ব্যাটের ভিত💦রের কানাও এড়িয়ে স্টাম্প ভেঙে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।